‘ব্যক্তিগত আক্রমণ বন্ধ করুন’, মোদিকে সমালোচনা করে সোশ্যাল পোস্ট রবার্ট বঢরার
সনিয়া গাঁধীর মেয়ে জামাই রবার্টের অভিযোগ, মোদি তাঁর নামকে ঢাল করেই দেশের জ্বলন্ত সমস্যাগুলো থেকে মানুষের নজর ঘোরাতে চাইছেন।
নয়াদিল্লি: দেশের ‘জ্বলন্ত’ সমস্যাগুলো নিয়ে কথা বলুন। মানুষকে বিপথে চালিত করবেন না। ব্যক্তি আক্রমণ বন্ধ করুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে এভাবেই সরব হলেন রবার্ট বঢরা। সনিয়া গাঁধীর মেয়ে জামাই রবার্টের অভিযোগ, মোদি তাঁর নামকে ঢাল করেই দেশের জ্বলন্ত সমস্যাগুলো থেকে মানুষের নজর ঘোরাতে চাইছেন।
হরিয়ানার কুরুক্ষেত্রে একটি নির্বাচনী জনসভায় জমি লেনদেন নিয়ে নাম না করে রবার্ট বঢরাকে নিশানা করেন নমো। তিনি বলেন, “দিল্লি আর হরিয়ানায় যারা কৃষকের জমি লুঠ করেছে, এই চৌকিদার সেই দুর্নীতিবাজকে জেলের রাস্তা দেখিয়েছে। যারা নিজেকে রাজা মনে করত, তাদের ইডি দফতরে দৌড়াতে হয়েছে। আদালতের চক্কর কাটতে হয়েছে। আপনাদের আশির্বাদে কৃষকের সুবিচার করতে পেরেছি এবং অপরাধী নিশ্চিত জেলের ভিতরে থাকবে।”
মোদির এই বক্তব্যেরই সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন রবার্ট বঢরা। ট্যুইটারে তিনি লেখেন, “দয়া করে এবার ব্যক্তি আক্রমণ বন্ধ করুন। এমন মন্তব্য করে আপনি দেশের আইনকে অসম্মান করছেন। ভারতীয় আইন ব্যবস্থার ওপর আমার পূর্ণ আস্থা আছে। ঈশ্বর, দেশ রক্ষা করও।”
— Robert Vadra (@irobertvadra) May 8, 2019
এরপর ফেসবুক ওয়ালে রবার্ট বঢরা লেখেন, “গত ৫ বছরে আমি একাধিকবার হেনস্থার শিকার হয়েছি। আপনার সরকার আমাকে নিয়ে অকারণ টানাটানি করেছে। বিভিন্ন এজেন্সি, আয়কর দফতর, আদালতের সমন এসেছে। এগুলো আমাকে মানসিকভাবে হেনস্থা করা ছাড়া আর কিছুই নয়। আমার নাম ব্যবহার করে তিনি দেশের সমস্যা গুলোকে এড়িয়ে যেতে চাইছেন।”