অনুপ্রবেশকারীদের তাড়াতে বাংলাতেও এনআরসি, আলিপুরদুয়ারে হুঙ্কার অমিতের
আলিপুরদুয়ার: রাজ্যে প্রচারে এসেই তৃণমূলের বিরুদ্ধে খড়্গহস্ত বিজেপি সভাপতি অমিত শাহ। এদিন আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থী জন বার্লার হয়ে প্রচারে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সেখানেই তিনি একের পর এক তিরে বিদ্ধ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
শুক্রবারের সভায় শাহ বলেন, “শেষ নির্বাচনে (পঞ্চায়েত) রাজ্যের ৩৭ শতাংশ মানুষকে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে দেননি দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়)। রাজ্যে ৮০ জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। আপনাকে সতর্ক করছি। এবার যাই হয়ে যাক, নির্বাচনে তৃণমূল হারবে।” এরপরই এনআরসি (ন্যাশনাল রেজিস্টার ফর সিটিজেনস) প্রসঙ্গ তুলে বিজেপি সভাপতি বলেন, “দিদি মনে করছেন অনুপ্রবেশকারীদের সমর্থন পেয়ে যাবেন। মনে রাখবেন, নরেন্দ্র মোদি ফিরে এসে রাজ্যে নাগরিক পঞ্জিকরণ চালু করবে। সমস্ত অনুপ্রবেশকারীদের খুঁজে বার করে তাদের তাড়ানো হবে।” এনআরসি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ‘মিথ্যে প্রচার’ চালাচ্ছেন বলেও অভিযোগ করেছেন শাহ। তাঁর কথায়, “বিজেপি ক্ষমতায় এলে শরণার্থীদের তাড়িয়ে দেবে, মমতা দিদি এমন মিথ্যা প্রচারও করছেন। আমি হিন্দু, বৌদ্ধ ও সমস্ত শিখ শরণার্থীদের আশ্বস্ত করছি, তাদের কাউকে এখান থেকে চলে যেতে হবে না। এখানেই তারা নিরাপদ।” সভা থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, প্রধানমন্ত্রী গরিবদের জন্য শৌচালয় বানিয়েছেন, মাথার উপর পাকা ছাদ গড়ে দিয়েছেন, স্বাস্থ্য পরিষেবা দিয়েছেন, ঘরে ঘরে বিদ্যুত্ পৌঁছে দিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী গরিবদের জন্য কী করেছেন?
পাকিস্তানের বালাকোটে এয়ার স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সেই বিষয়েও সুর চড়িয়েছেন বিজেপি সভাপতি। অমিত শাহ বলেন, “দেশের নিরাপত্তা নিয়ে মমতা দিদির মাথা ব্যাথা নেই। তিনি চিন্তিত স্রেফ তার অনুপ্রবেশকারী ভোট ব্যাঙ্ক নিয়ে।”