‘বাংলায় এনআরসি করতে দেব না’, অমিত শাহকে পাল্টা তোপ পার্থ চট্টোপাধ্যায়ের
আলিপুরদুয়ার: শুক্রবার আলিপুরদুয়ার থেকে তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জানিয়েছেন, ক্ষমতায় এলে তাঁরা বাংলাতেও এনআরসি চালু করবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে অমিত বলেন, “মমতা দিদি ভাবছেন অনুপ্রবেশকারীদের সমর্থন পেয়ে যাবেন। নরেন্দ্র মোদি ক্ষমতায় এসে বাংলাতেও এনআরসি চালু করবে। আর তারপর অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বার করে দেশছাড়া করবে।”
কোনও রকম বিলম্ব না করেই শাহর এই আক্রমণের জবাব দিল তৃণমূল। বাংলায় কোনও ভাবেই এনআরসি করতে দেওয়া হবে না, সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। একই সঙ্গে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “বিজেপি তো ক্ষমতায় আসবে না, এনআরসি-র প্রশ্নই বা কেন আসছে?” আরও একধাপ এগিয়ে তৃণমূলের মহাসচিব বলেন, “রাজ্য থেকে একটি আসনও জিততে পারবে না বিজেপি।”
এদিকে আজ দুপুরেই আলিপুরদুয়ার থেকে তৃণমূলের বিরুদ্ধে হুঙ্কার ছেড়েছেন অমিত। রাজ্য থেকে ২৩টি লোকসভা আসনে জয়ের লক্ষ্যমাত্রা আগেই দিয়েছিলেন বিজেপি শীর্ষনেতৃত্ব। সেই মতো কাজও শুরু করে দিয়েছে রাজ্য নেতারা। অমিত শাহের কথায়, “এবার যাই হয়ে যাক, তৃণমূল কোনও ভাবেই লোকসভা নির্বাচনে জিততে পারবে না।”
উল্লেখ্য, গত বছরের শেষেই অসমে নাগরিক পঞ্জিকরণ চালু করেছিল বিজেপি। যার ফলে, নাগরিক তালিকা থেকে অসমের অনেক বাসিন্দারই নাম বাদ পড়েছে। যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সবথেকে বেশি সরব হয়েছিলেন। এমনকি বাংলা থেকে তৃণমূলের একটি দলও অসমে পাঠিয়েছিলেন তৃণমূল নেত্রী। ভোট আসতেই সেই তরজাই ফের একবার শিরোনামে।