Lok Sabha Election 2024: '৬ দফাতেই ২৩ পার তৃণমূলের..', সপ্তম দফার আগে দাবি অভিষেকের
Abhishek On TMC Result: সরিষার রোড শো থেকে বড়সড় ভবিষ্যদ্বাণী অভিষেকের, কী বললেন তিনি ?
দীপক ঘোষ, পার্থপ্রতিম ঘোষ ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : সপ্তম দফা ভোটের আগেই ২৩ আসন পেয়ে গেছে তৃণমূল। সরিষার রোড শো থেকে ভবিষ্যদ্বাণী করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৪ জুন কেন্দ্র সরকার পরিবর্তন কেউ আটকাতে পাবে না বলেও দাবি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।
ছ'দফায় বাংলার ৩৩টি আসনে ভোট হয়ে গেছে। শেষ দফায় বাকি ৯টি আসনে ভোট। তার আগেই তৃণমূলের ফল নিয়ে, এই দাবি করলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। ভোটের ফল নিয়ে এমন দাবি অবশ্য় শোনা যাচ্ছে বিজেপি নেতাদের মুখেও। গত সপ্তাহে পঞ্চম দফার ভোটের পর, অমিত শাহ দাবি করেছিলেন, পাঁচ দফায় ৩১০ আসন পেয়ে গেছে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 'বিজেপি পাঁচ দফার পর ৩১০ আসন পেয়ে গেছে। অর্থাৎ আমরা জিতে গেছি। পরের দু'দফায় শুধু শক্তি বাড়িয়ে নিতে হবে।'
এদিকে এদিন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,'আমাকে সবাই জিজ্ঞেস করছে কটা আসন পাবেন? আমি বলেছিলাম ঠিক ভোটের সময় বলে দেব, আজকে বলছি, এখনও পর্যন্ত ৯ আসনে ভোটদান বাকি আছে। ৩৩ আসনে ভোট হয়েছে। ৩৩ টার মধ্যে তৃণমূল ২৩ পার করে দিয়েছে। চ্যালেঞ্জ করছি ৪ তারিখ ভোট বাক্স খুলবে মিলিয়ে নেবেন।'
বিজেপি রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন,'৩৩ টার মধ্যে ২৩ টা জিতে ফেলেছে তৃণমূল, আমার মনে হয় হিসেব টা ঠিক নয়। আমার মনে হয় ওরা ৩৩ টার মধ্যে ৩৬ টা আসনে জিতেছে।' অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমাকে ইনকাম ট্যাক্সের একজন অফিসার ফোন করেছিল, বলছে স্যার, আমাদের বলেছে ৩১ তারিখ আর ১ তারিখ ৫ টা জায়গায় গিয়ে রেড করতে, আমি আপনাদের জানিয়ে রাখলাম, এখন যা বলছে আমাদের জানিয়ে দিচ্ছে, হাওয়া খারাপ, আর তো ক্ষমতায় নেই, আপনারা হচ্ছেন গভর্মেন্ট অফ দা এজেন্সি, ফর দা এজেন্সি, বাই দা এজেন্সি, আর আমাদের সরকার মানুষের সরকার।'
আরও পড়ুন, OBC সার্টিফিকেট বাতিল ইস্যু : সংবিধান বিরোধী কাজ, TMC-কে তুলোধনা মোদির
বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, আয়কর অফিসার যখন খবর দিয়েছে, আনন্দের কথা আর তো কয়েকটা দিন তারপরেই প্রধানমন্ত্রী হয়ে যাবেন মমতা বন্যোপাধ্যায়, তখন এই আয়কর অফিসারকে কাছে টেনে নেবেন, ওঁকে ভালো দায়িত্ব দেবেন, উপদেষ্টা হিসেবে রেখে দেবেন। শেষ অবধি কে কত আসন পাবে, সেটা জানা যাবে এক সপ্তাহ পরই।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।