Lok Sabha Election 2024: 'তারকা' প্রার্থী দেখেই পকেট থেকে বেরোল মোবাইল! শাসক-বিরোধী মিলে দেদার সেলফি
TMC Candidate Yusuf Pathan: নির্বাচন কমিশনের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ভোটকেন্দ্রের মধ্যে প্রিসাইডিং অফিসারের সামনে প্রার্থীর সঙ্গে দেদার সেলফি তুললেন সব দলের পোলিং এজেন্টরা।
পার্থপ্রতিম ঘোষ, রেজিনগর: কেন্দ্রে রয়েছেন তারকা প্রার্থী। প্রচারপর্বে তাঁকে কাছে পেয়ে অনেকেই তুলেছেন দেদার সেলফি। কিন্তু ভোটের বুথেও পাল্টাল না ছবিটা। বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান বুথে ঢুকতেই তাঁকে ঘিরে সেলফি আবদার পোলিং এজেন্টদের। নির্বাচন কমিশনের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ভোটকেন্দ্রের (Polling Booth) মধ্যে প্রিসাইডিং অফিসারের সামনে প্রার্থীর সঙ্গে দেদার সেলফি তুললেন তাঁরা। শুধু তৃণমূল নয়, সেই লাইনে ছিলেন শাসক-বিরোধী সব দলের পোলিং এজেন্টরা (Polling Agent)। নিয়ম অনুযায়ী বুথের মধ্যে মোবাইল ফোন নিয়ে বসতে পারেন না পোলিং এজেন্টরা। তাহলে কীভাবে এল ফোন? রেজিনগর উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ২৪৬ নম্বর বুথের এই ঘটনা সংবাদমাধ্যমের ক্যামেরাবন্দি হয়। তারপরেই নড়েচড়ে বসেন প্রিসাইডিং অফিসার। কেন্দ্রীয় বাহিনী এসে কেড়ে নেয় এজেন্টদের মোবাইল ফোন।
রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও, মিলিয়ে দিলেন 'তারকা'। শাসক দলের প্রার্থীর সঙ্গে সমান উৎসাহে ছবি তুললেন কংগ্রেস ও বিজেপির এজেন্টও। মোবাইল নিয়ে বুথের মধ্যে কেন? সাংবাদিক প্রশ্ন করতেই বিজেপি প্রার্থীর এজেন্ট বলেন, 'মোবাইল সাইলেন্ট আছে।' আর কংগ্রেস প্রার্থীর এজেন্টের দাবি, 'আমার পকেটে ফোন আছে, পকেটে ফোন।'
বহরমপুরে এবার ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে (Yousuf Pathan) প্রার্থী করেছে তৃণমূল। ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে রেজিনগর উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ২৪৬ নম্বর বুথে পৌঁছতেই তাঁকে ঘিরে ধরেন পোলিং এজেন্টরা। বুথেই মোবাইল বার করে তৃণমূল প্রার্থীর সঙ্গে ছবি তোলেন। যদিও নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মোবাইল ফোন নিয়ে বুথে ঢোকা যায় না।
মোবাইল হাতে পোলিং এজেন্টদের ছবি এবিপি আনন্দের ক্যামেরাবন্দি হতেই তড়িঘড়ি ব্যবস্থা নেয় কেন্দ্রীয় বাহিনী (Central forces)। পোলিং এজেন্টদের থেকে মোবাইল ফোন কেড়ে নেন দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। বলেন, 'মোবাইল দিন। আপনাদের বারণ করেছিলাম তো।'
ভোটগ্রহণ শেষ হতেই,রাজনীতি ছেড়ে খেলার ময়দানে নেমে পড়েন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। তাঁর মুখে শোনা যায়, 'খেলা তো হবে...'। শেষমেশ ভোটবাক্সে কে ছক্কা হাঁকায়, সেটা জানা যাবে ৪ জুন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন:বুথে ঢুকে দেদার ছাপ্পা ভোট তৃণমূল নেতার! সালারে প্রিসাইডিং অফিসারকে সরাল কমিশন