Lok Sabha Election 2024: হাতে সময় কম! সুকান্ত হয়ে প্রচারে বাড়ি-বাড়ি ঘুরছেন তাঁর স্ত্রীও
Balurghat Sukanta Majumdar: স্বামীকে সাহায্য করতে আসরে নেমেছেন স্ত্রী। বালুরঘাট টাউন এলাকায় বাড়ি বাড়ি ঘুরে স্বামীর কাজের খতিয়ান পেশ করছেন সহধর্মিণী।
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর: যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন। আবার প্রয়োজনে স্বামীর জন্য ভোট প্রচারের হালও ধরেন। ভোটের মুখে বালুরঘাট লোকসভা কেন্দ্রে ধরা পড়ল সেই ছবি। বিজেপি প্রার্থী সুকান্ত মজুদারের হয়ে জনসংযোগ করছেন স্ত্রী কোয়েল মজুমদার।
লোকসভা ভোটে দ্বিতীয়বারের জন্য বিজেপির টিকিটে বালুরঘাটের প্রার্থী হয়েছেন সুকান্ত মজুমদার। প্রার্থী হওয়ার পাশপাশি দলের রাজ্য সভাপতির গুরু দায়িত্বও রয়েছে তাঁর ওপরে। রাজ্যে বিজেপির শক্তি বাড়াতে ভোটের মুখে দিন- রাত এক করে সংগঠনের কাজ করতে হচ্ছে। সংগঠনের কাজের ফাঁকে ফাঁকেই চলছে প্রচার। কখনও রোড শো তো কখনও বাড়ি বাড়ি গিয়ে চলছে জনসংযোগ। তারপরেও বালুরঘাট লোকসভা কেন্দ্রের সব এলাকায় পৌঁছতে পারছেন না বিজেপি প্রার্থী।
এই অবস্থায় স্বামীকে সাহায্য করতে আসরে নেমেছেন স্ত্রী। বালুরঘাট টাউন এলাকায় বাড়ি বাড়ি ঘুরে স্বামীর কাজের খতিয়ান পেশ করছেন সহধর্মিণী। কোয়েল মজুমদার বলছেন, 'লোকসভা এলাকা অনেকটাই বড়। ওঁর একার পক্ষে তো সবটা ঘোরা সম্ভব নয়। কাছাকাছি যো ওয়ার্ডগুলো হেঁটে হেঁটে ঘোরা যায় ওইটুকুই আমি ঘুরছি দিদিদের সঙ্গে।'
পেশায় শিক্ষিকা কোয়েল মজুমদারের কোনও দিনই রাজনীতিতে আগ্রহ নেই। অর্ধাঙ্গিনী হিসেবে স্বামীকে সাহায্য করতেই নতুন ভূমিকায় তিনি। সুকান্ত মজুমদার বলছেন, 'সময় খুব সীমিত। দ্বিতীয় দফায় আমাদের ভোট। আমি সব জায়গায় যেতে পারছি না। শহরে আমার সহধর্মিণী আমার হয়ে মানুষের বাড়ি যাচ্ছে, প্রচার করছে।'
হাইকোর্টের নিষেধাজ্ঞায় ২০১৯ সালের লোকসভা ভোটের আগে নিজের নির্বাচনী এলাকায় ঢুকতে পারেননি বিষ্ণুপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। সেই সময় স্বামীর হয়ে একটানা প্রচার করেন সুজাতা খাঁ। স্ত্রীর প্রচারের গুণে সেই বছর জয়ী হন সৌমিত্র। দীর্ঘ পথ পেরিয়ে আজ তাঁরা একে অন্যের প্রতিদ্বন্দ্বী। স্ত্রীর প্রচারের গুণে বালুরঘাটে মানুষের মন জয় করতে পারবেন সুকান্ত মজুমদারের স্ত্রী? উত্তর মিলবে ৪ জুন।
এই আসনের ইতিহাস:
বালুরঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচনী ইতিহাস বলছে, ১৯৫২ সাল থেকে পর পর বেশ কয়েক বার হাতবদল হলেও, রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টিই সবচেয়ে দীর্ঘ সময়ই বালুরঘাটে আধিপত্য চালিয়েছে। ১৯৫২ এবং ১৯৫৭ সালে বালুরঘাট থেকে বিজয়ী হন কংগ্রেস প্রার্থী। ১৯৬২ সালে CPI, ১৯৬৭ সালে ফের কংগ্রেসের হাতে ওঠে বালুরঘাট লোকসভা কেন্দ্র। ১৯৭৭, ১৯৮০, ১৯৮৪, ১৯৮৯, ১৯৯১, ১৯৯৬, ১৯৯৮, ১৯৯৯, ২০০৪ এবং ২০০৯ সালে পর পর, লাগাতার বালুরঘাট কেন্দ্রে ক্ষমতা ধরে রেখেছিল রেভল্যুশনারি সোশ্যাল পার্টি (RSP)। ২০১৪ সালে বালুরঘাট লোকসভা কেন্দ্রে জয়ী হন তৃণমূলের অর্পিতা ঘোষ। ২০১৯ সালে সেখান থেকে জয়ী হন সুকান্ত মজুমদার। এবারেও বালুরঘাট থেকেই তাঁকে প্রার্থী করেছে বিজেপি। তৃণমূল প্রার্থী করেছে বিপ্লব মিত্রকে। RSP-র প্রার্থী জয়দেব সিদ্ধান্ত।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: প্রথমবার UPSC দিয়েই সারা ভারতে ব়্যাঙ্ক ৯৪, কীভাবে সফল হলেন তমালি?