Lok Sabha Election 2024: হাত মেলাল সিপিএম-তৃণমূল প্রার্থী! বাঁকুড়ায় সৌজন্যের ছবি
Bankura News:ইদ-উল-ফিতরের সকাল মিলিয়ে দিল নির্বাচনে যুযুধান দুই শিবিরের দুই কান্ডারীকে।
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: ভোটের আবহে তপ্ত বাংলা। একে অপরকে বিঁধে নরমে-গরমে বক্তব্য রাখছেন নানা দলের নেতারা। কিন্তু ইদের উৎসবের আবহে বাংলার নানা কোণায় দেখা গেল সৌজন্যের ছবি। যেমন বাঁকুড়া। ইদ-উল-ফিতরের সকাল মিলিয়ে দিল নির্বাচনে যুযুধান দুই শিবিরের দুই কান্ডারীকে।
এদিন বাঁকুড়ার (Lok Sabha Election 2024) বঙ্গবিদ্যালয়ের মাঠে হাজির হয়েছিলেন বাঁকুড়া (Bankura Lok Sabha Election) লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। প্রায় একইসময়ে দলের নেতা-কর্মীদের নিয়ে হাজির হয়েছিলেন সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। বাঁকুড়া শহরের বিভিন্ন প্রান্ত থেকে এদিন নমাজে অংশ নেওয়া সাধারণ মানুষের জনসংযোগ সারেন দুই প্রার্থী। ওই সময় মুখোমুখি দেখা হতেই একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অরূপ চক্রবর্তী ও নীলাঞ্জন দাশগুপ্ত। হাত মেলান দুইজনে। পাশাপাশি একে অপরকে জড়িয়েও ধরেন দু'জনে।
নমাজের মাঠে এই ছবি কী নিছকই সৌজন্য? নাকি এর মধ্যেও রয়েছে রাজনীতি? বাম প্রার্থীর দাবি, 'রাজনীতির শিবির আলাদা হতে পারে। কিন্তু নিজেদের মধ্যে সৌজন্যবোধ থাকবে এটাই স্বাভাবিক। তৃণমূল প্রার্থী অবশ্য সৌজন্যর পাশাপাশি এ প্রসঙ্গে টেনে এনেছেন I.N.D.I.A জোট ভাবনাকেও।
সৌজন্যের ছবি অন্যত্রও:
ইদের সকালে কামারহাটিতে সৌজন্যের ছবি। একসঙ্গে দেখা গেল দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় ও সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীকে। সৌগতর সঙ্গে ছিলেন পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা। অন্যদিকে, সুজনের সঙ্গী হয়েছিলেন কামারহাটির প্রাক্তন সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায়।
আলমবাজারের জামা মসজিদে দু’জনেই এসেছিলেন ইদের শুভেচ্ছা জানাতে। সেখানেই মুখোমুখি হলেন বরানগর উপনির্বাচনের সিপিএম ও তৃণমূল প্রার্থী। ভোটের ময়দানে দুই প্রতিদ্বন্দ্বীর একে অপরকে শুভেচ্ছা জানানোর ছবি ধরা পড়ল এবিপি আনন্দর ক্যামেরায়। তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গতবারের থেকে বেশি ভোটে জেতাই তাঁর লক্ষ্য। সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যর জবাব, একসময় বরানগর থেকে জিতেছিলেন জ্যোতি বসু। এবার কাস্তে-হাতুড়ি-তারা চিহ্নে ফের ভোট দেওয়ার পালা। বরানগরের বাসিন্দা হিসেবে সায়ন্তিকাকে শুভেচ্ছা জানিয়েছেন বলে দাবি করে নিজেকে কার্যত ভূমিপুত্র বলে দাবি করেছেন সিপিএম প্রার্থী। ভোটের আগে শাসক-বিরোধী দুই প্রার্থীর মুখেই এদিন শোনা গেল এলাকার জল ও রাস্তার সমস্যার কথা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।