Arjun On Mukul: পা ছুঁয়ে প্রণাম, ভোটের মুখে মুকুল রায়ের বাড়িতে BJP প্রার্থী অর্জুন সিংহ
Arjun Visit Mukul House: মুকুল রায়ের বাড়ি থেকে বেরিয়ে কী প্রতিক্রিয়া অর্জুন সিংহের ?
উত্তর ২৪ পরগনা: ভোটের (Lok Sabha Election 2024) মুখে মুকুল রায়ের (Mukul Roy) বাড়িতে অর্জুন সিংহ (Arjun Singh)। আশীর্বাদ নিতে মুকুলের বাড়িতে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী। 'মুকুল রায় পুরোপুরি সুস্থ আছেন, আমাকে স্বাগত জানিয়েছেন', মুকুল রায়ের বাড়ি থেকে বেরিয়ে মন্তব্য অর্জুন সিংহের।
মুকুল রায়ের বাড়িতে পৌঁছে গেলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী
ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের পর, এবার ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ গেলেন মুকুল রায়ের বাড়িতে। একদা প্রতিপক্ষ বলে পরিচিত মুকুল রায়ের বাড়িতে পৌঁছে গেলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী। একে একে দুই হেভিওয়েট প্রার্থীই গেলেন মুকুল রায়ের বাড়িতে। জেলার রাজনীতিতে মুকুল রায়ের 'অতি-ঘনিষ্ঠ' নেতা হিসাবে পরিচিত ছিলেন পার্থ ভৌমিক। অন্যদিকে, অর্জুন সিং-এর সঙ্গে মুকুল রায়ের সম্পর্ক খানিকটা 'যখন যেমন, তখন তেমন'। মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পর তখন তৃণমূলে থাকা অর্জুন সিং তাঁর সম্পর্কে বলেছিলেন,তাঁকে গদ্দার ছাড়া কিছুই বলা যায় না।
২০১৯-এ মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগদান
সেই অর্জুনই যখন ২০১৯-এর ১৪ মার্চ মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন, তখন তাঁর বক্তব্য ছিল সম্পূর্ণ ভিন্ন। মুকুল খাতায় কলমে বিজেপি বিধায়ক হলেও তিনি এখন কোন দলে তা নিয়ে ধোঁয়াশা আছে। ২০২১ সালের বিধানসভা ভোটের পর মুকুল স-পুত্র দল বদলে তৃণমূলে ফিরলেও পরবর্তী কালে নিজেকে বিজেপির সদস্য বদলে দাবি করেন। মাঝ চৈত্রের সকালে সেই মুকুল রায়ের বাড়ি থেকেই প্রচার শুরু করলেন অর্জুন সিং। মুকুল রায়কে পুষ্পস্তবক দিলেন অর্জুন। অর্জুনকে উত্তরীয় পরিয়ে দিলেন মুকুল। আবার মুকুল রায়ের পা ছুঁয়ে প্রণাম করলেন অর্জুন সিং।
'ওনার পা ছুঁয়ে নমস্কার করলাম..'
বিস্তারিত দেখুন, 'রচনা নয়, আগে অভিনন্দন জানাব লকেটকে', প্রতিক্রিয়া রচনার প্রাক্তন স্বামীর
ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ বলেন, আশীর্বাদ দিলেন। ওনার পা ছুঁয়ে নমস্কার করলাম। ওনাকে একটা ফুলের তোড়া দিলাম। ওনার আশীর্বাদ নিয়ে যাত্রা শুরু করব। খুব ভাল লাগল। আর সিনিয়র লোকের আশীর্বাদ খুব দরকার। উনি আমাকে বললেন, কী অর্জুন, এসে গেছিস আয়। ভাল লাগল মানে একবারে বিজয়ী ভব। শুভ্রাংশু দেখুন, দল আলাদা জিনিস, শুভ্রাংশু আমার ছেলের মতো। দিনকয়েক আগে এই দুই হেভিওয়েট প্রার্থীই ব্যারাকপুরের প্রাক্তন সিপিএম সাংসদ তড়িৎ তোপদারের বাড়িতে গেছিলেন। এবার মুকুল রায়ের বাড়িতে গেলেন তাঁরা ।