Lok Sabha Election 2024: 'জিতবে শতাব্দী রায়-অসিত মাল..', ফলপ্রকাশের আগেই নানুরে আজই বিজয় মিছিল TMC-র
TMC organised winning procession বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের নেতৃত্বে তৃণমূলেপর বিজয় মিছিল, কী দাবি তাঁর ?
ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: সোমবার শেষ হয়েছে চতুর্থ দফার নির্বাচন, ভোটের ফল ৪ জুন। গতকাল বীরভূম, বোলপুরের ভোটের পর নানুরে আজ বিজয় মিছিল তৃণমূল কংগ্রেসের(TMC Winning procession in Nanur)।
'৪ তারিখ ভোটের বাক্স খুললে চারদিকে জোড়াফুল, বিরোধীরা দেখবে সর্ষেফুল'
বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের নেতৃত্বে তৃণমূলের বিজয় মিছিল। 'বোলপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মাল ২ থেকে ৩ লক্ষ ভোটে জয়লাভ করবে। বীরভূমে শতাব্দী রায় ১ থেকে ২ লক্ষ ভোটে জিতবে, দাবি কাজল শেখের। এখানেই শেষ নয়, কাজল শেখের কটাক্ষ, ৪ তারিখ ভোটের বাক্স খুললে চারদিকে জোড়াফুল, বিরোধীরা দেখবে সর্ষেফুল। প্রসঙ্গত, ইতিমধ্যেই চতুর্থ দফা অবধি ভোট শেষ হয়েছে। কিন্তু এখনও বাকি তিন দফা ভোট বাকি। ৪ জুন ভোটের রেজাল্ট। তার আগেই প্রায় প্রতিটা দলই কম বেশি দাবি জানাচ্ছে যে, তাঁরাই জিতবে। তবে বিজয় মিছিল এখনও করে উঠে পারেনি। তবে ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী এবার বীরভূম।
ভোটগ্রহণ শেষ হতে না হতেই জয়ের আনন্দে মাতল তৃণমূল
ভোটের সবে চতুর্থ দফা পেরিয়েছে। ফল প্রকাশের এখনও কুড়ি দিন বাকি। তার আগেই নানুরে কাজল শেখের নেতৃত্বে বিজয় মিছিল বার করল তৃণমূল। সোমবার চতুর্থ দফায় বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন হয়েছে। ভোটগ্রহণ শেষ হতে না হতেই মঙ্গলবার রীতিমতো আবির খেলে, নেচে-গেয়ে, মিছিল করে জয়ের আনন্দে মাতল তৃণমূল।
'জিতবে শতাব্দী রায়-অসিত মাল..'
বোলপুরের তৃণমূল প্রার্থী অসিত মাল ২-৩ লক্ষ এবং বীরভূমের প্রার্থী শতাব্দী রায় ১-২ লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবেন বলে ভবিষ্যদ্বাণী করলেন তৃণমূলের বীরভূম জেলা কোর কমিটির সদস্য কাজল শেখ।বীরভূমের তৃণমূল নেতা ও জেলা সভাধিপতি কাজল শেখ বলেন, পরীক্ষা দিয়ে রেজাল্ট বোঝা যায়। ৪ জুন বাক্স খুললে সরষে ফুল দেখবে, সারা বছর কাজ করেছি, ফল অন্য হতেই পারে না। বীরভূমের বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, মিছিল করার শখ ছিল ফলের পর আর করতে পারবে না তাই করে নিল। ফলের পর বিজেপি মিছিল করবে।৪ জুন ভোটের ফল।
আরও পড়ুন, দলীয় পতাকা খুলে ফেলার মাশুল, ২ TMC কর্মীকে হাসপাতালে পাঠাল ISF কর্মীরা..
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।