Lok Sabha Election 2024: মহিলা প্রার্থীর বিরুদ্ধে 'কুরুচিকর' মন্তব্য! অভিষেকের বিরুদ্ধে কমিশনে BJP
Abhishek Banerjee:চলতি লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রচার থেকে সাসপেন্ড করার দাবি জানিয়েছে বিজেপি।
![Lok Sabha Election 2024: মহিলা প্রার্থীর বিরুদ্ধে 'কুরুচিকর' মন্তব্য! অভিষেকের বিরুদ্ধে কমিশনে BJP Lok Sabha Election 2024 BJP approached Election Commission against Abhishek Banerjee allegation of comments against Malda BJP candidate Lok Sabha Election 2024: মহিলা প্রার্থীর বিরুদ্ধে 'কুরুচিকর' মন্তব্য! অভিষেকের বিরুদ্ধে কমিশনে BJP](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/25/749d347938328463ea19b420b117f1921714015117923385_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রুমা পাল, কলকাতা: এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি। মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর বিরুদ্ধে নারীবিদ্বেষী ও কুরুচিকর মন্তব্যের অভিযোগ। এই অভিযোগে কমিশনে নালিশ জানাল বিজেপি। চলতি লোকসভা নির্বাচনে (Lok Sabha Poll Campaign) অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রচার থেকে সাসপেন্ড করার দাবি জানিয়েছে বিজেপি।
কালিয়াচকে প্রচারে গিয়ে বক্তব্য রাখার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ করেছে বিজেপি।
ঠিক কী বলেছিলেন অভিষেক?
কালিয়াচকের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদা দক্ষিণের বিজেপি প্রার্থীকে নিশানা করেছিলেন। বলেছিলেন, 'বিজেপির প্রার্থী বড় বড় ভাষণ দিচ্ছেন। গাড়ি নিয়ে ঘুরছে।' অভিষেক আরও বলেছিলেন, 'নিজেকে নির্ভয়া বলে দাবি করছেন। আপনি নির্ভয়া নন, আপনি নির্মম..আপনি নিরুদ্দেশ, আপনি ব্যর্থ।' শ্রীরূপা মিত্র চৌধুরী মানুষকে বঞ্চিত-লাঞ্ছিত-অত্যাচারিত ও শোষিত করে রাখার দলের প্রতিনিধি বলেও তোপ দেগেছিলেন।
এই ঘটনার পরপরই অভিষেককে নিয়ে চিঠি পাঠিয়েছিল জাতীয় মহিলা কমিশন। রাজ্য পুলিশের ডিজিকে চিঠি পাঠিয়ে কমিশন জানিয়েছিল শ্রীরূপা মিত্র চৌধুরীকে নিয়ে এমন উক্তি ভাল চোখে দেখছে না জাতীয় মহিলা কমিশন। কমিশন মনে করছে এমন উক্তি সম্মানহানিকর। ওই মন্তব্য়ের জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাও জানতে চাওয়া হয়েছে ওই চিঠিতে। এবার এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে যাওয়ার কথা বলেছে বিজেপি।
সম্প্রতি দল ভাঙানো নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ দিয়েছিলেন অভিষেক। জলঙ্গিতে প্রচারে গিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ দিয়ে অভিষেক বলেছিলেন, 'সঠিক সময়ে দরজা খুলব, এই দলটাকেই উঠিয়ে দেব।' তাপস রায়ের প্রসঙ্গেও মুখ খুলেছিলেন অভিষেক। তিনি বলেছিলেন, 'ইডির ভয় দেখিয়ে তাপস রায়কে বিজেপিতে নিয়ে গেছে। ওদের প্রার্থী নেই, তৃণমূল থেকে নিয়ে গিয়ে প্রার্থী করেছে। দল ভাঙানোর খেলা খেলছে, ২ গদ্দার-মীরজাফরকে বিজেপিতে নিয়ে গিয়েছিল। আমি পাল্টা বাবুল সুপ্রিয়, অর্জুন সিংহকে তৃণমূলে নিয়েছি। তাপসের দলবদলের ৪৮ ঘণ্টার মধ্যে ১ বিজেপি বিধায়ককে ভাঙিয়ে এনেছি। এখনও লাইনে ১০ জন রয়েছেন।' তাঁর তোপ, 'বাংলা থেকে বিজেপিকে উঠিয়ে ছাড়ব।' এর পাল্টা তোপ দেগেছেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, 'পার্টি থাকলে তো দরজা খুলবে। বাড়ি-ঘর, দরজা সব উড়ে যাচ্ছে।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: রাতে খেতে যাচ্ছিলেন BJP নেতা, আচমকা হামলা, পিছনের দরজা খুলতেই..
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)