Election 2024:লোকসভা ভোট মিটতেই নৈহাটিতে তৃণমূল কার্যালয়ের সামনে বোমাবাজি
Bombs Hurled In Front of TMC Office:লোকসভা ভোট শেষ হতে না হতেই নৈহাটি তৃণমূল কার্যালয়ের সামনে বোমাবাজির অভিযোগ ঘিরে তেতে উঠল এলাকা। গভীর রাতে ঘটনাটি ঘটে।
সমীরণ পাল, নৈহাটি: লোকসভা ভোট (Elections 2024 phase 7) শেষ হতে না হতেই নৈহাটি তৃণমূল কার্যালয়ের সামনে (Bombs Hurled In Front Of Naihati TMC Office) বোমাবাজির অভিযোগ ঘিরে তেতে উঠল এলাকা। গভীর রাতে ঘটনাটি ঘটে। ভাটপাড়ার পর নৈহাটির এই ঘটনায় ফের ভয়ের চোরাস্রোত স্থানীয়দের মধ্যে।
বিশদ...
সপ্তম দফা নির্বাচন শেষ হতেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নৈহাটি পুরসভা অঞ্চলের ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে গভীর রাতে বোমাবাজির ঘটনা ঘটে। CCTV তে দেখা যায়, গভীর রাতে তৃণমূল কার্যালয়ের সামনে বোমা ফাটছে। নৈহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন কর্মকার এই বোমাবাজির ঘটনায় বিরোধী দলকে নিশানা করেন। তবে পাশাপাশি এও জানান, ২০১৯-এর প্রতিচ্ছবি এবার নৈহাটি ও ব্যারাকপুরবাসী দেখবেন না। কিন্তু এই আশ্বাসে কতটা আস্থা রাখতে পারবেন সাধারণ মানুষ? গত ২৯ মে, ভাটপাড়ায় ভোটপর্ব মেটার পরও বোমাবাজির সাক্ষী থেকেছেন সাধারণ মানুষ। বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি উমাশঙ্কর সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি হয় বলে অভিযোগ। আঙুল ওঠে তৃণমূলের দিকে। ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের আটচালা বাগান রোডে ঘটনাটি ঘটে। এক্স হ্যান্ডলে সরব হন অর্জুন সিং। ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর অভিযোগ, ভোট গণনার আগে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল। পুলিশ ব্যবস্থা নিক, নাহলে পাল্টা প্রতিরোধ হলে সামাল দিতে পারবে না, হুঁশিয়ারি অর্জুন সিংয়ের।
বার বার...
এই বার লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার সময় নির্বাচন কমিশনের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল, অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব রকম ব্যবস্থা করবে তারা। বাস্তবে তার কতটা হয়েছে? প্রশ্ন থাকছেই। এই যেমন, লোকসভা ভোট চলাকালীন, গত ২৫ এপ্রিল, বোমা উদ্ধার হয়েছিল ভাটপাড়ায়। পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের একটি পরিত্য়ক্ত জায়গা থেকে ৪৭টি ভর্তি বোমা উদ্ধার করে ভাটপাড়া থানার পুলিশ। বিজেপির অভিযোগ, ঘটনার নেপথ্যে ছিল তৃণমূল। অর্জুন সিংহই বোমা রেখেছেন বলে পাল্টা দাবি করেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্য়াম। সেটিই অবশ্য বোমা উদ্ধারের একমাত্র ঘটনা নয়। শুধু যে নৈহাটি বা ভাটপাড়াতেই এই ঘটনা ঘটেছে তা নয়। গত ১২ মে, ভোটের আগের দিন নদিয়ার কৃষ্ণগঞ্জে এক বিজেপি কর্মীর বাড়ির কাছ থেকে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয়। রানাঘাট লোকসভায় ভোটের ঠিক ২৪ ঘণ্টা আগে কৃষ্ণগঞ্জের নালুপুরে বিজেপি কর্মীর বাড়ির রান্নাঘরের পাশে বোমা ভর্তি ব্যাগ মেলে বলে অভিযোগ। দলীয় কর্মীকে মিথ্যা অভিযোগে ফাঁসাতে তৃণমূল বোমা রেখে গিয়েছে বলে বিজেপির দাবি। অভিযোগ অস্বীকার করে শাসকদল।
আরও পড়ুন:সি ভোটার বুথফেরত সমীক্ষায় বড় চমক! এই রাজ্যে উল্টে যাবে পাশা?