West Bengal News Live ভোট পরবর্তী হিংসা রুখতে কড়া কমিশন, নির্বাচনের পরেও থাকবে কেন্দ্রীয় বাহিনী
West Bengal Latest News Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
তমলুকে কর্মিসভার আগে বেহালা ফ্লাইং ক্লাবে অভিষেকের কপ্টারে (IT Raid In Abhishek Banerjee Helicopter) আয়কর তল্লাশি। ট্রায়াল রানে বাধা, কারণ জানতে চাইলে অভিষেকের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসা, দাবি তৃণমূলের।
অভিষেকের কপ্টারে তল্লাশি, পুলিশে অভিযোগ। নির্বাচন কমিশনে চিঠি তৃণমূলের (TMC Letter In ECI)। কপ্টারে তল্লাশি নয়, বেহালা ফ্লাইং ক্লাবে রুটিন ভেরিফিকেশন কিউআরটির, সূত্রকে উদ্ধৃত করে দাবি এএনআইয়ের।
এনআইএ-র ডিজি-এসপিকে অপসারণের পরিবর্তে আয়কর দফতরকে লেলিয়ে দিয়েছে কমিশন ও বিজেপি। আক্রমণ অভিষেকের। কেউ আইনের ঊর্ধ্বে নন, পাল্টা শুভেন্দু।
বাংলায় বিজেপি সরকার এলে কাটমানিখোরদের জেলে পাঠাবো। দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে নিশানা রাজনাথের। ধমকে চমকে ভয় দেখাতে পারবে না, পাল্টা আক্রমণ ফিরহাদের।
ভোটের মুখে ফের টাকা উদ্ধার। জলপাইগুড়িতে বিজেপির দুই নেতা-নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৯ লক্ষ ৫ হাজার টাকা। টাকার উৎস কী, তদন্তে মালবাজার থানার পুলিশ।
সুটিয়ার পর কুলপি। রাজ্যের দেওয়া একশো দিনের টাকা নিয়ে ফের দুর্নীতির অভিযোগ। মজুরি তছরূপের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বেনিয়ম স্বীকার স্থানীয় তৃণমূল নেতার।
কুলপিতে বেনিয়ম, কার্যত মানলেন সুপারভাইজার ও অভিযুক্ত তৃণমূল নেতা। অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে আত্মসাত, আক্রমণ বিজেপির। তদন্ত হবে, আশ্বাস কুলপির বিধায়কের।
নারী নির্যাতন জেনেও দোষীদের আড়ালের চেষ্টা তৃণমূলের। সিবিআই তদন্তে বিচার পাবে সন্দেশখালি। আলিপুরদুয়ারের সভা থেকে আক্রমণ রাজনাথ সিংহের।
আরও পড়ুন:সব সময় হার্ট অ্যাটাকের ভয় পাচ্ছেন ? আর কী কারণে বুকে ব্যথা হচ্ছে মনে হয়
WB News Live: মুর্শিদাবাদ রেঞ্জের DIG-কে সরানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন
লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে, এবার, মুর্শিদাবাদ রেঞ্জের DIG-কে সরানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ জানায় বিরোধীরা। অশান্তি হলে দায় নিতে হবে কমিশনকে, পাল্টা মন্তব্য় করেছেন মুখ্য়মন্ত্রী। ভোটের আগে রাজ্য়ের আরও এক IPS-কে সরানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন (EC) । মুর্শিদাবাদ রেঞ্জের DIG, মুকেশকে অপসারণের নির্দেশ দিয়ে রাজ্য়ের মুখ্য় সচিবকে চিঠি দিল কমিশন। ভোটের আগে এই নির্দেশ ঘিরে তুঙ্গে রাজনীতি।
West Bengal News Live Update: অভিষেকের কপ্টারে তল্লাশি বিতর্কে রিপোর্ট তলব কমিশনের
অভিষেকের কপ্টারে তল্লাশি বিতর্কে রিপোর্ট তলব কমিশনের। জেলাশাসকের রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। 'রাজনৈতিক দলের কাছ থেকে অভিযোগ পেয়েছি'। রিপোর্ট তলব করা হয়েছে, জানালেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী।
WB News Live: আজ আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার হয়ে রোড শো করলেন মিঠুন চক্রবর্তী
গতকাল জলপাইগুড়ির পর আজ আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার হয়ে রোড শো করলেন মিঠুন চক্রবর্তী। ভোট দেওয়ার আগে দুর্নীতির বিষয়ে ভেবে নিন, সুন্দর বাংলা তৈরি করব, এটাই মোদির গ্যারান্টি। ভোটারদের কাছে আবেদন মিঠুনের।
West Bengal News Live Update: বাংলায় সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া হয় : অনুরাগ ঠাকুর
বঙ্গে ধৃত ২ সন্দেহভাজন জঙ্গি, তৃণমূলকে নিশানা অনুরাগ ঠাকুরের। 'বাংলায় সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া হয়। মমতার সরকার কেন জঙ্গিদের আশ্রয় দিচ্ছে? বাংলায় রাষ্ট্রবিরোধী শক্তিকে মদত দেওয়া হয়', শিলিগুড়িতে এসে অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের।
WB News Live: দেশ বাঁচাতে চাইলে মোদিকে হারাতে হবে : মমতা
ভোট নিয়ে মোদি ও নির্বাচন কমিশনকে একযোগে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'অনেক সমস্যার মধ্যে দিয়ে নির্বাচন করতে হচ্ছে। বিজেপির কথায় ৩ মাস ধরে নির্বাচন করা হচ্ছে। যে প্রতিবাদ করছে তাঁকেই জেলে ভরে দিচ্ছে। এজেন্সি দিয়ে ভোট করাচ্ছেন প্রধানমন্ত্রী। দেশ বাঁচাতে চাইলে মোদিকে হারাতে হবে', কোচবিহারের সভা থেকে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের।