Lok Sabha Election 2024: ভোটের আগে আরও ৪ আধিকারিককে অপসারণ কমিশনের! তালিকায় কারা?
Election Commission: কোন কোন আধিকারিককে সরিয়ে দিল ভারতের নির্বাচন কমিশন?
কলকাতা: ভোটের মধ্যেই আরও ৪ পুলিশ আধিকারিককে সরাল নির্বাচন কমিশন। পুরুলিয়ার SP, কাঁথির SDPO এবং কাঁথি লোকসভার আরও ২ থানার OC-কে ভোটের কাজে যুক্ত না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।
কাকে কাকে সরিয়ে দিল নির্বাচন কমিশন?
পুরুলিয়ার পুলিশ সুপার অপসারণ করা হয়েছে।
কাঁথির SDPO -কে অপসারণ করা হয়েছে
পটাশপুর ও ভূপতিনগরের OC -কে অপসারণ করা হয়েছে।
এমন দিন এই পদক্ষেপ নেওয়া হল যেদিন পুরুলিয়ায় (Purulia) সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। রবিবার পুরুলিয়ায় সভা করেছেন মোদি। সেদিনই পুরুলিয়ার এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিল নির্বাচন কমিশন। একই সঙ্গে সরিয়ে দেওয়া হয়েছে কাঁথির এসডিপিও দিবাকর দাসকে। কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠক এবং পটাশপুরের ওসি রাজু কুণ্ডুকেও সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। ২৫ মে শনিবার ষষ্ঠ দফায় পুরুলিয়া, কাঁথি লোকসভা (Lok Sabha Election 2024) কেন্দ্রে ভোটগ্রহণ। তার আগে নির্বাচন কমিশনের (Election Commission) নির্দেশ,অপসারিত ৪ পুলিশ আধিকারিককে নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত নয়, এমন কোনও কাজের দায়িত্ব দিতে হবে।
রয়েছে বিতর্ক:
ভূপতিনগরের ওসি থাকাকালীন একের পর এক বিতর্কে নাম জড়িয়ে গোপাল পাঠকের। কখনও তাঁর বিরুদ্ধে বিজেপি নেতাকর্মীর বাড়িতে সার্চ ওয়ারেন্ট ছাড়াই বাড়িতে তল্লাশি চালানোর অভিযোগ। সম্প্রতি, ময়নায় বিজেপি কর্মীর রহস্যমৃত্যুর ঘটনায় ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠক গিয়ে দেহ উদ্ধার করেন। তা নিয়ে তৈরি হয় বিতর্ক। ভূপতিনগরে বিস্ফোরণকাণ্ডের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে NIA. সেই ঘটনায় হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়েন গোপাল পাঠক। ভূপতিনগরের এক বিজেপি নেতার গ্রেফতারি নিয়েও আদালতে প্রশ্নের মুখে পড়েন তিনি।
কাঁথির এসডিপিও ও পটাশপুরে ওসির বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে বিরোধীরা। এর আগে মুর্শিদাবাদ ও মালদায় দুটি থানার OC ও IC-কে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। সরানো হয় আনন্দপুর থানার OC এবং ডায়মন্ড হারবার থানার IC-কে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: এবিপি আনন্দে সম্প্রচারিত খবর বিকৃত করে প্রচার! কী সেই ভুয়ো পোস্ট?