Lok Sabha Polls 2024: ভোটের মুখে লাভলি মৈত্রের স্বামী ডিসি সাউথ-ওয়েস্টকে সরিয়ে দিল কমিশন
EC On Lovey's Husband: স্ত্রী ভোটে দাঁড়ানোয় ২০২১-র বিধানসভা ভোটের সময় সরিয়েছিল কমিশন। এবারও ভোটের ১৭দিন আগে সরানো হল পুলিশ কর্তা সৌম্য রায়কে..
কলকাতা: লাভলি মৈত্রের (Lovey Maitra) স্বামী ডিসি সাউথ-ওয়েস্টকে ( DC South West ) সরিয়ে দিল কমিশন। ভোটের আগে ডিসি সাউথ-ওয়েস্ট সৌম্য রায়কে সরাল কমিশন। স্ত্রী ভোটে দাঁড়ানোয় ২০২১-র বিধানসভা ভোটের সময় সরিয়েছিল কমিশন। এবারও সরানো হল পুলিশ কর্তা সৌম্য রায়কে। সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। বিধানসভা ভোটের (WB Assembly Election 2024) পর লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) মুখেও সৌম্য রায়কে সরাল কমিশন (Election Commission)।
ভোটের ১৭দিন আগে সরানো হল পুলিশ কর্তা সৌম্য রায়কে
সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। একুশ সালে তখন হাওড়া গ্রামীণ পুলিশের সুপার ছিলেন সৌম্য রায়। নির্বাচন আচরণ বিধি মেনে সেবার তাঁকে সরিয়ে দিয়েছিল কমিশন। আর এবারও এবারও ভোটের ১৭দিন আগে সরানো হল পুলিশ কর্তা সৌম্য রায়কে। ভোট ঘোষণার পরপরই রাজ্য পুলিশের ডিজির পদ থেকে রাজীবকুমারকে সরিয়ে দিয়েছিল কমিশন। আদর্শ আচরণ বিধি চালু হওয়ার পরেই রাজ্য়ে বড় পদক্ষেপ নিয়েছিল কমিশন। কিছু মাস আগেই রাজীব কুমারকে রাজ্যপুলিশের ডিজি পদে আনা হয়েছিল। আর এবার ভোট ঘোষণার পরেই আরও বড় পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন।
বছরের শুরুতেই জেলা পুলিশের একাধিক রদবদল
যদিও লোকসভা ভোটের বছরের শুরুতেই জেলা পুলিশের একাধিক রদবদল করা হয়েছিল। এদিকে পূর্ব মেদিনীপুর জেলায় পুলিশের বড় কর্তার বদল নিয়ে নানা কথা ছড়িয়েছিল আকাশে বাতাসে। যদিও পুলিশ সূত্র জানিয়েছিল, এটা রুটিন বদলি।একদিকে যেমন জেলা পুলিশ কর্তার বদলি করা হয়েছিল, ঠিক তেমনই একাধিক শূন্যপদেও আনা হয়েছিল আধিকারিক। পাশাপাশি জেলীর ,সদর অতিরিক্ত পুলিশ সুপার, হলদিয়া অতিরিক্ত পুলিশ সুপার, কাঁথি অতিরিক্ত পুলিশ সুপার পদেও এসেছিলেন নতুন আধিকারিক। হলদিয়ায় দায়িত্বে থাকা মহাকুমা পুলিশ আধিকারিককে পাঠানো হয়েছিল পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার করে। তার জায়গায় পাঠানো হয়েছিল দার্জিলিং থেকে বদলি হয়ে আসা পুলিশ কর্তাকে।
বদলির নিয়ম
মূলত লোকসভা ভোট ঘোষণার আগেই বদলি নিয়ে কড়া বার্তা দিয়েছিল নির্বাচন কমিশন। কমিশনের নিয়ম অনুযায়ী, প্রতিটি জেলাতেই কোনও আধিকারিক তিন বছরের উর্ধ্বে কর্মরত হলে, তাঁদের ভোটের আগে বদল করতে হবে। তবে কখনও তাঁদের পাশের জেলায় বদলি করা যাবে না। স্বাভাবিকভাবেই দোরগড়ায় ভোট। কোথাও কোনও ঝুঁকি নিতে রাজি নয় কমিশন।