Rachna Banerjee: আমি বাঙাল,ঘটি নই, তবুও আলু পোস্ত খেতে ভালোবাসি : রচনা বন্দ্যোপাধ্যায়
Rachna Lunch Tribal House: বলাগড়ের একতারপুরের গাজিপাড়া আদিবাসী বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা, কী ছিল মেনু ? খেয়ে কী বললেন রচনা ?
সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: বলাগড়ের একতারপুরের গাজিপাড়া আদিবাসী বাড়িতে মধ্যাহ্নভোজ করেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। আর ওখানেই বলেন, 'আমি বাঙাল,ঘটি নই তবু আলু পোস্ত খেতে ভালোবাসি।'
আমি বাঙাল,ঘটি নই, তবুও আলু পোস্ত খেতে ভালোবাসি : রচনা
শনিবার তৃণমূল প্রার্থী রচনার জন্য শাক,ভাত,শুক্তো,ডাল,পটল ভাজা,আলু পোস্ত,আলু পটলের তরকারি,দই এর ব্যবস্থা হয়েছিল।মাটির থালায় কলাপাতা দিয়ে সাজিয়ে খেতে দেওয়া হয় তাঁকে।মাটির বারান্দায় বসে স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে খাওয়া দাওয়া করেন রচনা। তিনি বলেন,প্রত্যেকটা আইটেম ভালোবেসে বানিয়েছে। খুব ভালো করে খেলাম। আলু পোস্ত চেয়ে খেয়ে রচনা বলেন,'আমাকে দিতে ভুলে গিয়েছিল।আলু পোস্ত ভালোবাসি।সবই খাই। বাঙালি খাবার আর পোস্ত ছাড়া নিরামিষ খাবার অসম্পূর্ণ।যদিও বাঙাল,আমি ঘটি নই তবুও আলুপোস্ত খেতে ভালোবাসি।মাটির দাওয়ায় বসতে অসুবিধা হয় না কারণ যোগা করেন বলে জানান রচনা।
'হুগলির দই ভাল '
এদিন আবারও দই খেয়ে বলেন,' হুগলির দই ভাল। সিঙ্গুর না বলাগড়ের দই ? এ প্রশ্নে বলেন,'আমি কি একটা জায়গার নাম বলে অন্য জায়াগকে দুঃখ দেব নাকি।' যার মাটির দাওয়ায় বসে ভাত খান তৃণমূল প্রার্থী। ছবি মান্ডি বলেন,' আমাদের ঘর নেই মাটির ঘরে বাস করছি।' রচনা তাকে আশ্বস্ত করে বলেন,'সব হয়ে যাবে ঠাকুরের উপর ভরসা রাখ।' তবে এদিন দুপুরে মধ্যাহ্নভোজের পর প্রচারে বেরিয়ে আরও একটি নিমন্ত্রণ পান তিনি। তাপপ্রবাহের মাঝে, পথে যেতে যেতে জানতে পারেন, একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছে। গোলাপ ফুল দিয়ে আশীর্বাদ করেন তিনি। এরপরেই বিরিয়ানি খাওয়ার অনুরোধ আসে। রচনার কথায়, 'একটি বিয়ে বাড়িতে আমন্ত্রণ করল। বিরিয়ানি রান্না হচ্ছে। আমাকে বলল খেতে। কিন্তু প্রচারে যেতে হবে। তাই বসে বিরিয়ানি খেলে হবে না।'
আরও পড়ুন, তাপপ্রবাহের লাল সতর্কতা জারি, আগামীকাল কেমন আবহাওয়া দক্ষিণবঙ্গে ?
'এতদিন টিভিতে দেখতেন, এখন সামনেও দেখতে পারবেন'
তখন সদ্য দিদি নং ওয়ানের সঞ্চালিকার নাম ঘোষণা হয়েছে তৃণমূলের জনগর্জন সভায়। এরপর ভোট প্রচারে গিয়েই রচনা বলেছিলেন,'আপনাদের পাশে থাকব, যদি আপনারা আমাকে ভালবাসেন। এতদিন টিভিতে দেখতেন, এখন সামনেও দেখতে পারবেন। বিকালে টিভিতে দেখবেন, সকালে সামনে দেখবেন।' প্রচারে বেরিয়ে এভাবেই ভোট চেয়েছিলেন তৃণমূল প্রার্থী। বলাইবাহুল্য, এরপর অনেকেই ভোট অবধি আর দাঁড়িয়ে থাকতে পারেননি। মন খুলেছেন সোশ্যালেই।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।