Mamata Banerjee: সিনেমায় নামা উচিত, আত্মপ্রচার করতে ভালবাসেন প্রধানমন্ত্রী : মমতা
Mamata On NIA Arrest: বেঙ্গালুরুতে রামেশ্বরম কাফেতে বিস্ফোরণকাণ্ডে কাঁথি থেকে ২ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে এনআইএ, কী প্রতিক্রিয়া মমতার ?
কলকাতা: লোকসভা ভোটের (Lok Sabha ELection 2024) আগে একের পর এক ইস্যুতে কার্যতই চাপের মুখে শাসকদল (TMC)। কখনও সরাসরি নাম জড়াচ্ছে। কখনও আবার বাংলার নাম জড়াচ্ছে। সব মিলিয়ে বিরোধীদের তর্জনী ক্রমাগতই তাক করা তৃণমূলের দিকেই। সন্দেশখালি, ভূপতিনগর তো ছিলই, সঙ্গে সংযোজন এবার বেঙ্গালুরুতে রামেশ্বরম কাফেতে বিস্ফোরণকাণ্ড (Bangaluru Cafe Blast)। মূলত এই ঘটনায় কাঁথি থেকে ২ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে এনআইএ (NIA)। যার পরেই ফের সরব শুভেন্দু-মালব্যরা। এদিন সভায় প্রায় সবকিছু নিয়েই একহাত নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। জোর কটাক্ষ করলেন দেশের প্রধানমন্ত্রী মোদিকে (PM Modi)। বললেন, 'কোভিডে একটা ইঞ্জেকশন দিয়েছিল, তাতেও ছবি লাগিয়েছেন মোদিবাবু। এত আত্মপ্রচার করেন, সিনেমায় নামছেন না কেন?'
মূলত বেঙ্গালুরুতে রামেশ্বরম কাফেতে বিস্ফোরণকাণ্ডে, NIA-র হাতে কাঁথি থেকে ২ সন্দেহভাজন গ্রেফতার হতেই জোর নিশানা করেছেন অমিত মালব্য। 'দুর্ভাগ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবঙ্গ জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে', মন্তব্য অমিত মালব্যর। এদিন সভায় মমতা পাল্টা কেন্দ্রীয় সরকার তো বটেই, বরাবরের মতো উত্তরপ্রদেশের সরকারকেও তুলোধনা করেন তিনি। তুলে আনেন পুলওয়ামা হামলার প্রসঙ্গও। যদিও এই প্রথমবার নয়, ঠিক যখন যখন বঙ্গ যোগ এসেছে, আগেও তিনি এই প্রসঙ্গ তুলেছেন। সেসময় স্পষ্ট তিনি বলেছিলেন বাংলায় কিছু হলেই কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়, পুলওয়ামার ক্ষেত্রে কটা কেন্দ্রীয় দল ঠিক পাঠানো হয়েছে ? অতীতে তিনিই প্রশ্ন তুলেছিলেন তিনি। এদিন গ্রেফতারি ইস্যুতে ফের দিল্লির মুখ্যমন্ত্রীর (Arvind Kejriwal) নাম শুনতে পাওয়া গিয়েছে মমতার মুখে।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'বেঙ্গালুরুতে যাঁরা বোমা ফেলেছিল, তাঁরা কর্ণাটকের বাসিন্দা। বাংলায় লুকিয়েছিল, ২ ঘণ্টায় ধরে দিয়েছে রাজ্য পুলিশ। বাংলার মানুষ শান্তিতে থাকে, বিজেপির সহ্য হয় না।'প্রসঙ্গত, শুধুই জঙ্গি সূত্রে গ্রেফতার নয়, বিস্ফোরণ হোক কিংবা ধর্ষণের ঘটনায়, শাসক ও বিরোধীর ক্রমাগত কাদা ছোড়াছোড়ি চলে। অপরাধের পরিসংখ্যান আদৌ কতটা কমে ? সে প্রশ্ন ঘুরপাক খায় রাজনৈতিক মহলের ভোটের দেওয়ালে দেওয়ালে।
আরও পড়ুন, বেঙ্গালুরুর কাফেতে বিস্ফোরণকাণ্ডে কাঁথি থেকে গ্রেফতার ২ সন্দেহভাজন !
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)