Lok Sabha Election 2024 Ketugram : ভোটের আগের রাতে খুন তৃণমূল কর্মী, নেপথ্যে কে ? চড়ছে পারদ
Lok Sabha Election 2024 Phase 4 Voting Live: বহরমপুর, বোলপুর, বীরভূম, কৃষ্ণনগরে আসানসোল, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, রানাঘাটে ভোট। সব খবর সবার আগে এই লিঙ্কে ।
রানা দাস, আবির দত্ত : জেলা পূর্ব বর্ধমান হলেও কেতুগ্রাম বোলপুর লোকসভার মধ্যে। সেখানেই ভোটের আগের রাতে খুন হলেন তৃণমূল কর্মী মিন্টু শেখ। ভোটের কাজ সেরে ফেরার পথে, গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ বাড়ি থেকে কিছুটা দূরে বোমা-গুলি ছুড়ে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ।
'অভিযোগ সিপিএমের বিরুদ্ধে'
এখানে তৃণমূলের অভিযোগ সিপিএমের বিরুদ্ধে। যদিও নিহতের পরিবার খুনের নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছে। অভিযোগ উড়িয়ে দিয়েছে সিপিএম। রাতে তৃৃণমূল কর্মীর দেহ উদ্ধারে গেলে পুলিশকে বাধার মুখে পড়তে হয়।
এরপর কাটোয়ার SDPO পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে প্রায় ২ ঘণ্টা পর দেহ উদ্ধার হয়। পুলিশের খাতায় নাম রয়েছে নিহত তৃণমূল কর্মীর। অভিযুক্তের বিরুদ্ধেও খুনের চেষ্টা, অস্ত্র আইনে মামলা রয়েছে। পুরনো শত্রুতার জেরেই খুন বলে পুলিশের দাবি।
নিহত তৃণমূল কর্মী আনখোনা গ্রাম পঞ্চায়েতের চেঁচুরিয়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, নিহত তৃণমূল কর্মীর বিরুদ্ধে ১০টি
মামলা রয়েছে। খুনের চেষ্টা, অস্ত্র আইন-সহ ১০টি মামলা রয়েছে অভিযুক্ত আন্দাই শেখের বিরুদ্ধেও। পুরনো শত্রুতার জেরেই খুন বলে পুলিশের দাবি।
মৃতের স্ত্রী-র কী দাবি?
মৃতের স্ত্রী-র দাবি, তাঁর স্বামী তৃণমূলই করতেন। আর সেখানে অন্য কোনও দল নেই। যদি সমস্যা হয়ে থাকে, নিজেদের মধ্যে হয়ে থাকতে পারে। ঘটনায় সিআইডি তদন্তের দাবি জানালেন তিনি। মৃতের স্ত্রীর দাবি, তাঁর স্বামী ২৭ বছর ধরে রাজনীতিতে। দলটাকে হাতে করে টেনে এগিয়ে নিয়ে গিয়েছেন তিনিই। তাঁর সঙ্গে এমন ঘটনা কে ঘটাল, তা জানতে যেন তদন্তের দায়িত্ব নেয় সিআইডি।
অন্যদিকে, এই ঘটনায় তৃণমূলের দাবি, খুনের ঘটনায় হাত আছে সিপিএম-এর। তৃণমূল কংগ্রেস ট্যুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করেছেস 'কেতুগ্রামে তৃণমূল কর্মী খুনে দায়ী সিপিএমের হার্মাদরা। বিজেপির বলে বলীয়ান হয়ে সন্ত্রাসের রাজত্ব ফিরিয়ে আনতে চাইছে সিপিএম। ' নির্বাচন কমিশনকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে তৃণমূল।
Taking a page out of their 34-year reign of violence and bloodshed, CPI(M) harmads brutally killed our party worker in Ketugram.
— All India Trinamool Congress (@AITCofficial) May 13, 2024
Mintu Sheikh was on his way home after election duties when he was stopped, brutally hacked and bombed to death.
After being wiped out of Bengal,… pic.twitter.com/M8inDT5WpE
' ধারাল অস্ত্র দেখিয়ে বিজেপি কর্মীদের খুনের হুমকি'
অন্যদিকে, বর্ধমান-পূর্ব লোকসভার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার নাদনঘাটে ভোট দেওয়া আটকাতে ধারাল অস্ত্র দেখিয়ে বিজেপি কর্মীদের খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কর্মীদের নিয়ে রাত সাড়ে ১১টা নাগাদ নাদনঘাট থানায় অভিযোগ জানাতে যান বর্ধমান-পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার। পূর্বস্থলী দক্ষিণের তৃণমূল বিধায়ক ও রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের দাবি, বিজেপিই উস্কানিমূলক মন্তব্য করে উত্তেজনা ছড়াচ্ছে। তৃণমূলের তরফেও পতাকা ছেঁড়ার পাল্টা অভিযোগ দায়ের হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।