PM Modi: তামিলনাড়ুর গ্রামগুলির নামেও রয়েছেন প্রভু রাম : প্রধানমন্ত্রী
Modi Attacks Rahul: ভারতকে 'টুকরো' আকারে দেখা, এটা দেশকে না বুঝতে পারার লক্ষণ, রাহুলকে নাম না করেই জোর কটাক্ষ, বড় উদাহরণ টানলেন মোদি..
নয়াদিল্লি: রাহুল গাঁধী (Rahul Gandhi) সংসদে বলেছিলেন, আপনি যদি পূর্ব ভারত থেকে লক্ষ্য করেন, বাংলা থেকে দেখেন, এবং এরপর অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা , তামিলনাড়ু অবধি যান, পুরো এলাকায় বিজেপি পৌঁছতে পারবে না। উত্তর ও দক্ষিণ ভারত কি তাহলে কোনও পৃথক অবয়ব তুলে ধরছে ? লোকসভা ভোটের আগে, আজ এবিপি নিউজের বিশেষ সাক্ষাৎকারে সাংবাদিকের এই প্রশ্নের উত্তর দিলেন প্রধানমন্ত্রী মোদি (PM Modi)।
#WATCH तथाकथित 'उत्तर-दक्षिण विभाजन' पर प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा, " भारत को टुकड़ों में देखना भारत के प्रति नासमझी का परिणाम है। अगर आप हिंदुस्तान में देखें प्रभु राम के नाम से जुड़े हुए गांव सबसे ज्यादा कहां है? तो वह तमिलनाडु में है। अब आप इसको कैसे अलग कर सकते हैं।… pic.twitter.com/0nFSfTORw9
— ANI_HindiNews (@AHindinews) April 15, 2024
প্রধানমন্ত্রী মোদি বলেন, 'প্রথম ভারত বৈচিত্রপূর্ণ দেশ। এখানে মরুভূমিও আছে, সমুদ্র তট, হিমালয়ও আছে। গঙ্গাও আছে। কাবেরীও আছে। তাই ভারতকে 'টুকরো' আকারে দেখা, এটা ভারতকে না বুঝতে পারার লক্ষণ। যদি এটাই প্রকৃত মূল্যবোধ হত, তাহলে খেয়াল করলে দেখবেন, রামের নামের যুক্ত সবথেকে বেশি গ্রাম ভারতের কোন রাজ্য দেখা যায় ? তামিলনাড়ুতে। সেই গ্রামগুলির নামের প্রতিটাতেই প্রভু রামের নাম আছেই আছে। এবার আপনি একে কী করে আলাদা বলবেন ? পাঞ্জাবিদের মতো নাগাল্যান্ডের ব্যাক্তিরা হবেন না, এটাই ভারতের বৈচিত্র। ভারতের এই বৈচিত্রকে উদযাপন করা উচিত আমাদের।'
অপরদিকে, ভোটের আগে বিরোধীদের তোলা আরও একটি অভিযোগের উত্তর দিলেন এদিন প্রধানমন্ত্রী। 'রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার'-এর অভিযোগ এই প্রথম নয়। বিগত প্রায় প্রতিটা ভোটের আগেই এনিয়ে সরব হয়েছে বিজেপি- বিরোধীরা। বাদ নেই কমিশনও। তাঁদের মূল বক্তব্য এভাবেই নির্বাচনে প্রতিপক্ষকে দুর্বল করতে চায় কেন্দ্রীয় সরকার (Modi's Government)। এদিকে আদালতের নির্দেশে একের পর এক মামলার দায়িত্বভার গিয়েছে কেন্দ্রীয় এজেন্সির উপরে (Centra Agency)।
#WATCH | On Opposition's allegation that BJP is in control of all institutions and there is no level playing field, PM says, "...There is a saying — Naach na jaane aangan tedha. That's why sometimes they will make excuses for the EVM. Basically, for the defeat, they have started… pic.twitter.com/6C30bGi4nX
— ANI (@ANI) April 15, 2024
আরও পড়ুন, 'তল্লাশি নিয়ে আপত্তি নেই, কিন্তু..', কপ্টারে 'আয়কর তল্লাশি' নিয়ে সরব অভিষেক
এমনকি সদ্য আইটি রেড (IT Raid) নিয়েও উত্তাল রাজ্য-তথা জাতীয় রাজনীতি। লোকসভা ভোটের ঠিক আগে (Lok Sabha Election), এদিন বিশেষ সাক্ষাৎকারে বিরোধীদের এক হাত নিলেন এদিন প্রধানমন্ত্রী মোদি। যার সারমর্ম বোঝাতে গিয়ে এদিন মোদি প্রচলিত কথা টেনে নিয়ে আসলেন। 'নাচতে না জানলে উঠোন ব্যাঁকা।' এদিন মোদি বলেন, এখানে একটা আইনও আমার সরকার বানায়নি। সেটা ইডি হোক, সিবিআই হোক, কিংবা নির্বাচন কমিশন। আজ নির্বাচন কমিশন গঠন হয় যখন, সেখানে বিরোধীরাও থাকেন। অতীতে তো প্রধানমন্ত্রী ফাইলে সই করে নির্বাচন কমিশন বানিয়ে দিতেন।আর তাঁর নিকটস্ত পরিবারের সদস্যরাই নির্বাচন কমিশনে যুক্ত থাকতেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।