Bankura News: পতাকা লাগানো ঘিরে উত্তেজনা, কোতুলপুরে TMC নেতাকে মারধরের অভিযোগ BJP কর্মীদের বিরুদ্ধে !
TMC News: এই ঘটনায় তৃণমূল পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলে প্রশাসন ওই পতাকা খুলে নিয়ে যায়।
তুহিন অধিকারী, বাঁকুড়া : আবহাওয়ার সঙ্গেই পাল্লা দিয়ে চড়ছে লোকসভা ভোটের পারদ (Lok Sabha Election 2024)। একে অপরের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছে বিরোধী ও শাসক উভয়পক্ষই। এবার তৃণমূলের (TMC) বুথ সভাপতির বাড়ির সামনের রাস্তায় বিজেপির পতাকা (BJP Flag) লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার কোতুলপুর (Kotulpur) ব্লকের লাউগ্রাম এলাকায়। বাধা দিতে গেলে তৃণমূলের বুথ সভাপতিকে মারধরের অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় তৃণমূল পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলে প্রশাসন ওই পতাকা খুলে নিয়ে যায়। মারধরের অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি, গ্রামে অস্থিরতা তৈরি করায় ওই তৃণমূল নেতাকে মারধর করেছে এলাকার মানুষই।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বাঁকুড়ার (Bankura News) লাউগ্রাম অঞ্চলে দলীয় পতাকা টাঙাচ্ছিলেন স্থানীয় কিছু বিজেপি কর্মী। তাঁরা লাউগ্রামের তৃণমূল বুথ সভাপতি নিতাই চন্দ্র রানার বাড়ির সামনে রাস্তায় পতাকা টাঙাতে গেলে ঘটনার সূত্রপাত। পতাকা টাঙালে বাড়ির রাস্তা অবরুদ্ধ হয়ে যাবে, এই দাবি করে বিজেপি কর্মীদের পতাকা টাঙাতে বাধা দেন তৃণমূলের ওই বুথ সভাপতি। এই ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে বচসায় উত্তেজনা বাড়তে শুরু করে। দু'পক্ষের মধ্যে বচসার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। অভিযোগ, সেই সময় বিজেপি কর্মীরা নিতাই চন্দ্র রানাকে মারধর করেন।
এরপরই স্থানীয় ব্লক প্রশাসন ও পুলিশের দ্বারস্থ হন তৃণমূলের ওই বুথ সভাপতি। অভিযোগ পেতেই বিতর্কিত ওই জায়গায় টাঙানো বিজেপির পতাকা খুলে দেয় পুলিশ ও প্রশাসন।
নিতাই চন্দ্র রানার অভিযোগ, যে জায়গায় বিজেপি কর্মীরা পতাকা টাঙাচ্ছিলেন, সেই জায়গার মালিকানা তাঁর। অথচ তাঁর কোনো অনুমতি না নিয়ে জোর করে বাড়ির রাস্তা অবরুদ্ধ করে বিজেপি কর্মীরা জবরদস্তি পতাকা টাঙাচ্ছিলেন। প্রতিবাদ করাতেই তাঁকে মারধর করা হয়েছে।
এই ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়েছেন তৃণমূল ব্লক নেতৃত্ব। বিজেপির দাবি, নিতাই চন্দ্র রানাকে মারধরে বিজেপির কোনো ভূমিকা নেই। এলাকায় অস্থিরতা তৈরির চেষ্টা করলে এলাকার মানুষই তাঁকে মারধর করেছে।
আরও পড়ুন ; ইদের অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়, দুই প্রতিপক্ষের সৌজন্যের ছবি বাঁকুড়ায়
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।