Locket Chatterjee: বাঁশবেড়িয়ায় বাঁশ-লাঠি নিয়ে লকেটের গাড়িতে হামলার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল !
TMC Claims: যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। উপরন্তু তাদের দাবি, ওখানে কিছু লোক লকেটের গাড়ি ঘিরে গো ব্যাক স্লোগান দিচ্ছিলেন।
বাঁশবেড়িয়া (হুগলি) : লোকসভা ভোটকে কেন্দ্র করে রাজ্যে দিন দিন বাড়ছে রাজনৈতিক পারদ। এবার হুগলির বাঁশবেড়িয়ায় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল। তাঁর গাড়িতে বাঁশ-লাঠি নিয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। তাঁর গায়ে হাত দেওয়ারও চেষ্টা হয় বলে অভিযোগ লকেটের। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
কী ঘটনা ?
এদিন লকেট চট্টোপাধ্যায় তাঁর এক কর্মসূচি সেরে অন্যত্র যাওয়ার উদ্যোগ নিচ্ছিলেন। অভিযোগ, সেই সময় হুগলির বাঁশবেড়িয়া এলাকায় পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে আচমকায় তাঁর গাড়ি ঘিরে ধরেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। তারপরে তাঁরা গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন। সেই সময় লকেটের গাড়ি থেকে নিরাপত্তারক্ষীরা নেমে এসে তৃণমূলের কর্মী-সমর্থকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তখনই লকেটের গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। গাড়িতে চাপড় মারতে শুরু করেন অভিযুক্তরা। নিরাপত্তারক্ষীদের চেষ্টায় বেশ কিছুক্ষণ পর তিনি বেরিয়ে আসতে সমর্থ হন।
লকেটের কথায়, "আমি ওখানে পর পর কর্মসূচি করছিলাম। বাঁশবেড়িয়ায় কালীতলায়। ওখানে কালীপুজোয় গেছিলাম। আমন্ত্রণ ছিল। ওখানে গেছি। মহিলারা কালীপুজো করছিলেন। সেখান থেকে আরেকটা জায়গায় যাব বলে গাড়িতে উঠেছি , আমাদের কর্মীরা ছিলেন। গাড়িটা রেডি হয়েছে, হঠাৎ দেখি বাঁশের মধ্যে পতাকা নিয়ে এসেছে। তারপর গো ব্যাক, উল্টোপাল্টা গালিগালাজ করা হয়। পুরো গাড়ির মধ্যে ওরা মারছিল। আমি সামনে বসে ভিডিও করছিলাম। দেখলাম, আমার ভিডিও করা দেখে ওরা আরও বেশি করে মারতে শুরু করেছে। তখন ভিডিওটা বন্ধ করে দিই। অনেকটা রাস্তা ধীরে ধীরে নিয়ে এসেছি। একজন গাড়ির মধ্যে উঠেই যাচ্ছিল। গাড়ি থেকে সিকিউরিটিরা তখন নেমে গেছিলেন। সেই সময় ওরা গাড়িতে ওঠার চেষ্টা করছিল। গায়ে হাত দেওয়ার চেষ্টা করছিল। কাচ তো খোলা যাচ্ছে না। বিভিন্ন ধরনের দুর্নীতি, মাফিয়াবাজদের কথা বলেছি না। সব চোর-ডাকাতের এখন মাথা খারাপ হয়ে গেছে। নির্বাচন চলাকালীন কখনো এভাবে প্রার্থীর ওপর হামলা চালানো যায় না। তৃণমূলই এসব করছিল।"
যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। উপরন্তু তাদের দাবি, ওখানে কিছু লোক লকেটের গাড়ি ঘিরে গো ব্যাক স্লোগান দিচ্ছিলেন। কিন্তু, গাড়ির ওপর কোনো হামলা হয়নি। লকেট চট্টোপাধ্যায়ের নিরাপত্তারক্ষীরা তাঁদের হটাতে ধাক্কা দিতে শুরু করেন। তখনই একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।