Lok Sabha Election Result 2024: 'সময় এসে গেছে, ব্যাগ গুছিয়ে নিয়ে হিমালয়ের দিকে রওনা দিন', মোদিকে খোঁচা জয়রামের
PM Narendra Modi: নরেন্দ্র মোদির সেই শোরগোল ফেলে দেওয়া মন্তব্য টেনেই এবার তাঁকে খোঁচা দিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।
নয়াদিল্লি : 'আরে হাম তো ফকির আদমি হ্যায়, ঝোলা লেকর চল পড়েঙ্গে জি...।' নরেন্দ্র মোদির সেই শোরগোল ফেলে দেওয়া মন্তব্য টেনেই এবার তাঁকে খোঁচা দিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। লোকসভা ভোটের গণনা প্রক্রিয়া যত এগোচ্ছে, তত স্পষ্ট হচ্ছে যে, বিজেপি নেতৃত্ব বিশেষ করে মোদি-শাহরা যে সংখ্যক আসনের দাবি করেছিলেন, তত সংখ্যক পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ২০১৬ সালে করা মোদির মন্তব্য নিয়ে এবার আক্রমণ শানালেন কংগ্রেস নেতা। Lok Sabha Election 2024
২০১৬ সালে ৩ ডিসেম্বর মোরাদাবাদে একটি সভায় বক্তব্য রাখার সময় মোদি বলেছিলেন, 'ওরা আমার কী করবে ? না না বলুন, ওরা আমার কী করবে ? আমি ফকির মানুষ। ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ব।'
সেই মন্তব্য টেনেই ভোট গণনা প্রক্রিয়ার মাঝেই জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে লিখলেন, 'বিদায়ী প্রধানমন্ত্রী আপনি কি আপনার এই মন্তব্য স্মরণ করতে পারছেন ? সময় এসে গেছে। ব্যাগ গুছিয়ে নিয়ে হিমালয়ের দিকে যাত্রা শুরু করে দিন।'
मुरादाबाद में 3 दिसंबर 2016 को निवर्तमान प्रधानमंत्री @narendramodi ने कहा था -
— Jairam Ramesh (@Jairam_Ramesh) June 4, 2024
“ज़्यादा से ज़्यादा ये मेरा क्या कर लेंगे भाई? नहीं नहीं, बताइए, क्या कर लेंगे? अरे हम तो फ़क़ीर आदमी हैं, झोला उठाकर चल पड़ेंगे जी।”
याद है आपको अपना यह बयान निवर्तमान प्रधानमंत्री जी?
समय आ गया…
৪০০ পারের স্লোগান দিয়েও আপাতত ২৯৭ আসনে এগিয়ে এনডিএ। একক সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে বিজেপি। বিজেপি একক ভাবে এগিয়ে ২৪২ আসনে। এনডিএ জোট এগিয়ে ২৯৭ আসনে। I.N.D.I.A জোট এগিয়ে ২২৭ আসনে। কংগ্রেস একক ভাবে এগিয়ে ৯৮ আসনে। চূড়ান্ত ফল ঘোষণার পর ৩ বিরোধী নেতার সঙ্গে কথা বলতে পারে কংগ্রেস। চন্দ্রবাবু নায়ডু, নীতীশ কুমার ও নবীন পট্টনায়েকের সঙ্গে আলোচনা চায় কংগ্রেস : সূত্র। অমেঠী থেকে লক্ষাধিক ভোটে পিছিয়ে স্মৃতি ইরানি।
এদিকে বঙ্গে মোদি-শাহর একের পর এক প্রচারের পরেও সেঅর্থে সাফল্যের ইঙ্গিত নেয় বিজেপির। এখানে বিজেপি এগিয়ে ১১টি আসনে, তৃণমূল এগিয়ে ৩০টি আসনে। কংগ্রেস এগিয়ে ১টি আসনে, হাতখালি বামেদের।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।