Lok Sabha Polls 2024: মাঠে নেমে চুটিয়ে ব্যাটিং, খেলেন কস্তুরি সহযোগে পান, প্রচারে ঝড় তুললেন দেব
Dev Ghatal Vote Campaign: ঘাটালের তৃণমূল প্রার্থী দেব বলেন, 'আমি আপনাদের এইটুকু বলব যে..'
সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: ঘাটালের খড়ার পৌর এলাকার একাধিক ওয়ার্ডে রোড শো করেন দেব। পৌঁছে যান খড়ার কৃষ্ণপুর এলাকায় খেলার মাঠে নেমে ব্যাট হাতে খেলা শুরু করে দেব। এরপর খড়ার থেকে কুরাণ, গোবিন্দপুর হয়ে পৌছে যান ইড়পালা এলাকায়। ঘাটালের ইড়পালা বাসস্ট্যান্ডে দাদুর চায়ের দোকানে হঠাৎ দাঁড়িয়ে যায় দেবের গাড়ি। গাড়ি থেকে নেমে দেব, দাদুর দোকানে চা খান। এরপর সুপরি, মৌরি কস্তুরি সহযোগে মিঠাপাতা পান খান দেব। এরপর আবার প্রচার শুরু। কোথায় দিনভর কর্মী সমর্থকদের নিয়ে ঘাটালের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত প্রচারে ঝড় তুলেছেন ঘাটাল লোকসভার তৃণমূল প্রার্থী অভিনেতা দেব (দীপক অধিকারী) (TMC Candidate Dev)।
ঘাটালে লড়াইয়ের ময়দানে দুই তারকা। দু'বারের সাংসদ দেবকে পরাস্ত করতে হিরণ চট্টোপাধ্যায়কে আসরে নামিয়েছে গেরুয়া শিবির।ইতিমধ্যেই তাঁরা এলাকায় জমজমাট প্রচারে দুই প্রার্থী। লোকসভা নির্বাচনে ঘাটালে সম্মুখ সমরে দুই তারকা। দেবের রোড শো-পুজো দিয়ে প্রচারে হিরণ। এবার প্রথম লোকসভা ভোটে লড়ছেন খড়গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। ঘাটালে তাঁর প্রতিপক্ষ তৃণমূলের হেভিওয়েট তারকা প্রার্থী দেব। মঙ্গলবার জোরদার প্রচার করেন দুই তারকাই। সবংয়ের ভেমুয়া শ্যামসুন্দরপুর এলাকায় জনসভা দিয়ে প্রচার শুরু করেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। জনসভায় মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
ঘাটালের তৃণমূল প্রার্থী দেব বলেন, 'ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করার জন্য আর একবার জন্ম নিতে হলে নেব। আমি আপনাদের এইটুকু বলব যে আমি দিদিকে বিশ্বাস করি, দিদির প্রত্যেকটি কথাকে বিশ্বাস করি। দিদি নিজেই আরামবাগে দাঁড়িয়ে থেকে বলেছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান হবে। আমি জানি এই প্ল্যান করতে অনেকটা সময় লাগবে। কিন্তু আগে শুরু তো হোক।' এরপর পিংলায় রোড শো করেন তৃণমূলের তারকা প্রার্থী। ডাক বাংলো এলাকা থেকে কালীতলা পর্যন্ত হুডখোলা জিপে রোড শো করেন দেব।
আরও পড়ুন, রাজ্যের মুখ্যসচিবকে নোটিস কলকাতা হাইকোর্টের
দেব আরও বলেন, 'আমার হিরণকে নিয়ে ভাবা বলাটা, আমার মনে হয় আমার সময়টা নষ্ট হবে। তার চেয়ে ভালো মানুষের কাছে যাই মানুষের কথা বলি। সেটা আমাদের কাছে বেশি লাভ হবে।' অন্যদিকে, এদিন ডেবরায় প্রচার করেন হিরণ চট্টোপাধ্যায়। ডেবরার বড়াম এলাকায় কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন ঘাটালের বিজেপি প্রার্থী। বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় বলেন, 'উনি বিশাল বাহিনী নিয়ে যাচ্ছেন। মানুষ তার কাছে পৌঁছতে পারছে না। বিশাল গাড়ির ছাদ খুলে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে তিনি মানুষকে টা টা বাই বাই করছেন। আমরা মানুষের কাছে পৌঁছচ্ছি। অনেক কম কর্মী নিয়ে আমরা ঘুরছি। যাতে মানুষ আমাদের কাছে আসতে পারেন। ' স্থানীয় একটি কীর্তনের অনুষ্ঠানে অংশ নেন হিরণ চট্টোপাধ্যায়।ভক্তদের সঙ্গে মাটিতে বসেই প্রসাদ খান তিনি। তারকা প্রার্থীর সঙ্গে সেলফি তোলেন স্থানীয় বাসিন্দারা।