Loksabha Election 2024: ডাব খেয়ে ক্যারম খেলে ভোটের ময়দানে, নির্বাচনী প্রচারে সৌমিত্র খাঁ
Soumitra Khan: এক ইঞ্চিও জায়গা ছাড়তে নারাজ বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ।
তুহিন অধিকারী, বাঁকুড়া: তাপপ্রবাহের (Heat Wave) সতর্কতা জারি জেলাজুড়ে। কিন্তু তাতে থমকে নেই ভোটপ্রচার। কোতুলপুরে ভোট প্রচারে গেলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ (Soumitra Khan)। কখনও ডাব খেলেন, কখনও আইসক্রিম খেতে দেখা গেল। কখনও অনুষ্ঠানে গিয়ে খিচুড়ি রান্না করলেন। তখন আবার ক্লাবে গিয়ে ক্যারম খেললেন।
তাপপ্রবাহকে উপেক্ষা করেই ভোটপ্রচারে: আবহাওয়া দফতর ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। গত কয়েকদিন ধরেই ৪০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে জেলার তাপমাত্রা। এই কঠিন রোদেও ভোটপ্রচারে ব্যস্ত বিজেপি প্রার্থী। এক ইঞ্চিও জায়গা ছাড়তে নারাজ সৌমিত্র খাঁ। বৃহস্পতিবার সকাল থেকেই কোতুলপুর ব্লকের বিভিন্ন প্রান্তে ভোট প্রচার করছেন সৌমিত্র খাঁ। রোদের হাত থেকে একটু স্বস্তি পেতে কখনও তাঁকে দেখা যায় ডাবের জল খেতে। কখনও কর্মীর সমর্থকদের সঙ্গে নিয়ে আইসক্রিম খেলেন। আবার কখনও স্থানীয় অনুষ্ঠানে খিচুড়ি রান্না করতেও দেখা যায় সৌমিত্র খাঁকে। এমনকি কোতুলপুর ব্লকের জোলিঠা একটি ক্লাবে এলাকার যুবকদের সঙ্গে ক্যারম খেলেন। সৌমিত্র খাঁ বলেন, আমি খেলোয়ার ছিলাম। আজও খেলোয়াড় আছি। খেলতে ভালোবাসি। এখন জনগণের জন্য খেলছি। এক সময় ক্রিকেট, ফুটবল, ক্যারম, ব্যাডমিন্টন সবই খেলতাম। এই রোদে কোনও শ্রমিক যদি মাঠে কাজ করতে পারেন তবে নেতাদেরও এইভাবে রাস্তায় থাকা উচিত।
নির্বাচনী প্রচারে সৌমিত্রর প্রতিপক্ষ সুজাতাও: ভোটের প্রচারে পিছিয়ে নেই সৌমিত্র খাঁয়ের প্রতিপক্ষ। অনুব্রত মডেল অনুসরণ করলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। এদিন প্রথমে এক্তেশ্বর শিবের মন্দিরে পুজো দেন তিনি। এরপর ত্রিশূল নিয়ে শপথ নেন অসুর বধের। মন্দিরের সামনে গুড়-বাতাসা ও নকুলদানা বিলি করেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী। নাম না করে প্রাক্তন স্বামী ও প্রতিপক্ষ বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-কে অসুর বলে কটাক্ষ করেন সুজাতা। তৃণমূল প্রার্থীকে পাল্টা বিঁধে সৌমিত্র খাঁ বলেন, "আমাকে আগেই বধ করেছেন, দয়া করে এবার বিষ্ণুপুরের মানুষকে বধ করবেন না।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: PM Modi Rally in Bengal: সন্দেশখালিকাণ্ডে অভিযুক্তরা সারাজীবন জেলেই থাকবে: নরেন্দ্র মোদি