PM Modi Rally in Bengal: সন্দেশখালিকাণ্ডে অভিযুক্তরা সারাজীবন জেলেই থাকবে: নরেন্দ্র মোদি
Loksabha Election 2024: লোকসভা নির্বাচনের আগে প্রচারে এদিন রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী। কোচবিহারের জনসভা থেকে তৃণমূলকে একের পর এক ইস্যুতে আক্রমণ করেন তিনি। আর সেখানেই উঠে এল সন্দেশখালি প্রসঙ্গও।
কোচবিহার: লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) প্রচারে রাজ্যে প্রধানমন্ত্রী। আর সেখানে সভাতেও প্রধানমন্ত্রীর (PM Modi Rally in Bengal) উঠে এল সন্দেশখালি প্রসঙ্গ। সাফ জানিয়ে দিলেন সন্দেশখালির ঘটনায় অভিযুক্তরা শাস্তি পাবেই। সারাজীবন তারা জেটে থাকতে হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন নরেন্দ্র মোদি।
হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর: রেশন বণ্টন দুর্নীতির তদন্তে ইডির উপর হামলার অভিযোগ ওঠে। সেখানেই শেষ নয়, এই ঘটনার প্রায় মাসখানেক পর সামনে আসে নারী নির্যাতন থেকে জমি কেড়ে নেওয়ার মতো চাঞ্চল্যকর অভিযোগ। পথে নেমে দিনের পর দিন আন্দোলন করেন মহিলারা। যে ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহান আপতত জেলবন্দি। সম্প্রতি প্রধানমন্ত্রীর সভায় সন্দেশখালির মহিলাদের নিয়ে যায় বিজেপি। আর এবার বঙ্গের ভোট প্রচারে ফের প্রাসঙ্গিক হয়ে উঠল সন্দেশখালি। কোচবিহারের সভায় মোদির মুখে শোনা গেল সন্দেশখালির নাম। একইসঙ্গে এই ইস্যুতে আক্রমণ করলেন তৃণমূলকেও। এদিন তিনি বলেন, 'সন্দেশখালির অপরাধীদের বাঁচাতে মরিয়া ছিল তৃণমূল। সন্দেশখালির অপরাধীরা সাজা পাবেই, সারাজীবন জেলে কাটাতে হবে।'
সন্দেশখালির মহিলাদের সঙ্গে সাক্ষাৎ: সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচারের অভিযোগে এর আগেও তৃণমূলের বিরুদ্ধে সরব হন নরেন্দ্র মোদি। মুখ খোলেন শেখ শাহজাহান ইস্য়ুতেও। গত ৬ মার্চ সন্দেশখালি থেকে ৮০ কিলোমিটার দূরে বারাসাতেই, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সন্দেশখালির মহিলারা। ৫ জন মহিলার সঙ্গে দেখা করে, সমস্ত অভাব-অভিযোগ শোনেন খোদ প্রধানমন্ত্রী। প্রায় ৭-৮ মিনিট তাঁদের সঙ্গে কথা বলেন নরেন্দ্র মোদি। এরপর বসিরহাট থেকে বিজেপি প্রার্থী করে সন্দেশখালির আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্রকে।
কোচবিহারের সভা থেকে তৃণমূলকে আক্রমণ: শুধু সন্দেশখালিই নয়, একের পর এক ইস্যুতে এদিন কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী। কোচবিহারের সভা থেকে নরেন্দ্র মোদি বলেন, “বাংলার উন্নয়নের জন্য বিজেপিকে মজবুত হতে হবে। বিরোধীরা বলে, মোদির কোনও পরিবার নেই, ভারতই আমার পরিবার। বাংলার উন্নয়নের জন্য বিজেপিকে মজবুত হতে হবে। বাংলায় মহিলাদের ওপর অত্যাচার রুখতে পারে একমাত্র বিজেপিই। মহিলাদের ক্ষমতায়নই বিজেপির মূল লক্ষ্য।’’
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Loksabha Election 2024: ভেস্তে গেল জোট, লোকসভা নির্বাচনে আলাদা লড়ার ঘোষণা নৌশাদের