Loksabha Election 2024: শীতলকুচি নয়, সাসপেন্ড করা হয়েছিল ভোট-পরবর্তী হিংসার জন্য: দেবাশিস ধর
Birbhum News: পুলিশ সুপার থেকে আজ তিনি বীরভূম থেকে বিজেপির প্রার্থী। দেবাশিস ধরের কথায় উঠে এল শীতলকুচির প্রসঙ্গও।
পার্থ প্রতিম ঘোষ, কলকাতা: বীরভূম (Birbhum) লোকসভা কেন্দ্রে (Loksabha Election 2024) বিজেপির প্রার্থী প্রাক্তন IPS দেবাশিস ধর। প্রার্থী হওয়ার পর মুখ খুললেন একুশের বিধানসভা ভোটে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনা নিয়ে।
প্রশ্ন: আপনি কিছুদিন আগে বললেন সমাজের জন্য কাজ করতে চান, তারপর পদত্যাগ করলেন, তারপরে আপনি ভোটের ময়দানে? এইবার লড়াইটা কেমন?
বিজেপির প্রার্থী দেবাশিস ধর: সমাজের জন্য কাজ সবরকমভাবেই করা যায়। তার ব্যাপ্তি বিভিন্নরকম হয়। পুলিশে থেকেও সমাজের বিভিন্ন রকম কাজ করে থাকি। তারপর করোনা আসার পর তার ব্যাপ্তি বেড়ে যায়। পরবর্তী সময়ে যে সাসপেনশনে ছিলাম, সেই সময়টাও মঠ মিশনের সঙ্গে যুক্ত থেকেছি।
প্রশ্ন: অনুব্রত মণ্ডলের গড় হিসেবে পরিচিত ছিল বীরভূম, সেখানে আপনাকে প্রার্থী করা হল, লড়াইটা কেমন?
বিজেপির প্রার্থী দেবাশিস ধর: আমি কোনওদিন জানতাম না এই ঘটনাটা ঘটবে। বীরভূমে খেলার সবথেকে বড় শক্তি মা তারা। আমাকে উনি টেনে নিয়ে গিয়েছেন। যিনি উপর থেকে সবকিছু নিয়ন্ত্রণ করেন তার উপরে খেলা করার ক্ষমতা কারও নেই। উনি কীভাবে খেলবেন এবং বীরভূমকে কোন দিকে নিয়ে যাবেন, সেটা ওঁর হাতে।
প্রশ্ন: আপনার বিরুদ্ধে প্রার্থী শতাব্দী রায়, কী বলবেন?
বিজেপির প্রার্থী দেবাশিস ধর: উনি তিনবারের সাংসদ। ব্যক্তিগতভাবে ওঁর সঙ্গে সম্পর্ক আমার ভাল। দুটো দলের লড়াই হবে রাজনৈতিক দল হিসেবে। কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার শুধু বুথে নয়, অন্যান্য জায়গায় অনেক সময় দেখা যায় মানুষ বুথ অব্দি আসবে তারপর তো ভোট দেবে, হয়ত বোমাবাজি বা এমন ঘটনা ঘটল যে পৌঁছতে পারে না।
প্রশ্ন: কোচবিহারে ঠিক কী হয়েছিল?
বিজেপির প্রার্থী দেবাশিস ধর: শীতলকুচির ঘটনার জন্য নয়, তাঁকে সাসপেন্ড করা হয়েছিল ভোট-পরবর্তী হিংসার জন্য। ওই ঘটনার পর দুদিন চার্জে ছিলাম। দুদিনে ১৩২ জনকে গ্রেফতার করতে পেরেছি। কেন্দ্রীয় বাহিনীর যে ব্যবহার নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে হয়। সেখানে আমার কিছু করার নেই। সেটার দায়িত্বে থাকেন জেলাশাসক। ওই দিন ভোটদানে বাধা দেওয়ার বাধা দেওয়ার অভিযোগ পেয়ে ভোটারদের নিয়ে বুথের দিকে যাচ্ছিল কেন্দ্রীয় বাহিনী। তখন তাদের আটকে ধাক্কাধাক্কি করা হয়। সেই সময় শূন্যে গুলি চালান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। একটি বাচ্চা অসুস্থ হয়ে পড়ায়, তা নিয়ে গুজব ছড়ায়। এটাই সূত্রপাত। বুথের উপর হামলা চালায় স্থানীয়রা। তা রুখতে ফের গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। বুথের গোটা দায়িত্বে থাকে কেন্দ্রীয় বাহিনী। ওই ঘটনার পর উদ্ধারকাজ সংক্রান্ত কাজ করে পুলিশ। পুলিশ এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা গিয়েছিলেন।
প্রশ্ন: তার ফল কী পেয়েছিলেন?
বিজেপির প্রার্থী দেবাশিস ধর: সেই ফলের জন্যই এখানে বসে আছি। আমি নিরপেক্ষভাবে রিপোর্ট পেশ করেছি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।