Loksabha Election 2024: ধৃত বিজেপি কর্মীদের মুক্তির দাবিতে অবস্থানে দেবশ্রী চৌধুরী, অবরুদ্ধ ঢাকুরিয়া ব্রিজ
ধৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকুরিয়া ব্রিজের ওপর দেড় ঘণ্টা ধরে পথ অবরোধ কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী সহ বিজেপি কর্মীদের
সৌমিত্র রায়, কলকাতা: ঢাকুরিয়ায় বিজেপির নির্বাচনী কার্যালয়ে পতাকা-ফেস্টুন খোলা নিয়ে ধুন্ধুমার কাণ্ড। পুলিশের সঙ্গে বচসা বিজেপি কর্মীদের। বিজেপির দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি সহ গ্রেফতার ৫। ধৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকুরিয়া ব্রিজের ওপর দেড় ঘণ্টা ধরে পথ অবরোধ কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী সহ বিজেপি কর্মীদের।
ঢাকুরিয়া ব্রিজে অবস্থানে বিজেপি প্রার্থী: শুক্রবার সন্ধেয় ধুন্ধুমার পরিস্থিতি হয় ঢাকুরিয়া ব্রিজে। দেড় ঘণ্টা ধরে পথ অবরোধ করেন কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। মোতায়েন প্রচুর পরিমাণে পুলিশ। এদিন বিজেপির নির্বাচনী কার্যালয়ে পতাকা-ফেস্টুন খোলা নিয়ে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা হয়। দেবশ্রী চৌধুরীর দাবি ঘটনায় ৫ বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে লেক থানার পুলিশ। বিজেপি কর্মী সমর্থক যাঁরা পথ অবরোধে বসেছিলেন দেড় ঘণ্টা পর তাঁদের টেনে হিঁচড়ে তুলে দেয় লেক থানার পুলিশ। বিজেপি কর্মীদের তুলে নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে। অবরোধের জেরে যানজট হয় ঢাকুরিয়া ব্রিজে। যদিও পরে একটি লেন দিয়ে গাড়ি যাতায়াত শুরু হয়।
উত্তরবঙ্গে গেরুয়া শক্তঘাঁটি রায়গঞ্জ থেকে সরিয়ে, তৃণমূলের গড় বলে পরিচিত কলকাতা দক্ষিণে দেবশ্রী চৌধুরীকে প্রার্থী করেছে বিজেপি। কলকাতা দক্ষিণে এবার ত্রিমুখী লড়াই। বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর উল্টো দিকে রয়েছেন তৃণমূল প্রার্থী মালা রায় ও সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম। ২০১৯-এর লোকসভা ভোটে রায়গঞ্জ থেকে জেতার পর মোদি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী করা হয় দেবশ্রী চৌধুরীকে। পরে তাঁর মন্ত্রিপদ চলে যায়।এবার তাঁর লোকসভা কেন্দ্রও বদলে দেওয়া হয়। এই পরিস্থিতিতে অচেনা পিচে লড়াইয়ের জন্য প্রস্তুত বিজেপি প্রার্থী দেবশ্রী।
এদিকে স্বাস্থ্যসাথী কার্ডের ছবি পোস্ট-বিতর্কে জাতীয় এসসি কমিশনে অভিযোগ জানিয়েছেন সন্দেশখালির বিজেপি প্রার্থী রেখা পাত্র। তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যর বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনেও নালিশ জানিয়েছেন বসিরহাটের বিজেপি প্রার্থী। তাঁর অভিযোগ, সোশাল মিডিয়ায় ব্যক্তিগত তথ্য প্রকাশ করে দেওয়া হয়েছে। মোবাইল ফোন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, সবকিছু দেওয়া হয়েছে। গোপনীয়তার মৌলিক অধিকার খর্ব হয়েছে। SC-ST আইনে এটা শাস্তি যোগ্য অপরাধ। ইমেল করে অভিযোগ করলেন রেখা পাত্রর আইনজীবী। রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা নিয়ে, দিল্লির জমিদারদের সঙ্গে বোঝাপড়া করেছেন। গতকাল রেখার স্বাস্থ্যসাথী কার্ডের ছবি পোস্ট করে নিশানা করে তৃণমূল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Loksabha Election 2024: ইউসুফের ভোটপ্রচারে বিশ্বকাপ জয়ের মুহূর্তের ছবি ব্যবহার নয়, নির্দেশ কমিশনের