Dilip Ghosh : 'এতদিন বাঘিনী, ভোট হয়ে গেলেই বিড়াল' মুখ্যমন্ত্রীকে কেন এমন কটাক্ষ দিলীপের ?
Loksabha Election 2024 : 'যা কর্ম করেছেন তার ফল ভোগ করতে হবে, আর কোনও সিমপ্যাথি পাবেন না ' সোমবার এভাবেই ফের তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।
কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান : 'এই যো বোমা-টোমা ফাটানোর কথা বলছে না, আমিও টার্গেট, অভিষেকও টার্গেট। এরা আমাদের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে। এত ভয়ঙ্কর এরা। ' রবিবার কুমারগঞ্জে নির্বাচনী প্রচারে গিয়ে এই ভাবেই বিজেপির উদ্দেশে আক্রমণ শানান তৃণমূল নেত্রী। আর তাঁর এই মন্তব্যের ধারালো জবাব দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি , বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
দিলীপ বলেন, 'এতদিন বাঘিনী, ভোট হয়ে গেলেই বিড়াল হয়ে মেউ মেউ। আমি মেয়ে, আমি মহিলা, আমাকে একা দেখুন ঘিরে ফেলেছে। যা কর্ম করেছেন তার ফল ভোগ করতে হবে, আর কোনও সিমপ্যাথি পাবেন না ' সোমবার এভাবেই ফের তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।
রোজকার মতো সোমবারও তিনি পূর্ব বর্ধমানের মির্জাপুরের মাঠে প্রাত:ভ্রমণে যান। তারপর সেখানে জন সংযোগ করেন 'চায়ে পে চর্চা' করে। চা খেতে খেতে মুখ্যমন্ত্রীর উদ্দেশে একের পর এক আক্রমণ শানান তিনি। দিলীপ বলেন, ' নেতাদের চোর বানিয়েছেন, চোরেদের নেতা বানিয়েছেন। যত ইলেকশন এগিয়ে আসছে ততই হারার ভয়ে হিংস্র হয়ে যাচ্ছে তৃণমূল।'
প্রধানমন্ত্রীর প্লেনে চড়া নিয়ে আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার মন্তব্যেরও কড়া জবাব দেন তিনি। দিলীপ ঘোষ বলেন, ' কারও বাপের টাকায় চড়ছে নাকি? দেশের ১৪০ কোটি মানুষের প্রধানমন্ত্রী উনি। আমেরিকার বাইডেনের চেয়েও দামি বিমান হওয়া উচিত । আমাদের ভিখারির পার্টি নয় ভিখারির দেশও নয়। যারা ভিখারি বানিয়েছে তারা এসব বলছে। শত্রুঘ্ন সিনহা এবং কীর্তি আজাদ তারা জানে না বর্ধমানের কি পরিস্থিতি। তারা তো বহিরাগত। '
আরও পড়ুন :
কোন কোন উপসর্গ দেখলে বুঝবেন হিটস্ট্রোক ? ব্রেন স্ট্রোকের সঙ্গে এর ফারাক কোথায় ?
অন্যদিকে, অভিষেক বন্দোপাধ্যায়ের মন্তব্যেরও কড়া জবাব দিয়েছেন দিলীপ ঘোষ। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি মন্তব্য করেন, কোন ভদ্রলোক বিজেপি করতে পারে না। জবাবে দিলীপ বলেন, 'উনি একমাত্র ভদ্রলোক? যার বাড়ির বউ থেকে চাকর বাকর, কুকুর সবাইকে ইডি ডাকছে। সোনা নিয়ে যাচ্ছে, রাস্তায় চোর চোর বলে সবাই ডাকছে ....আজ মুখ্যমন্ত্রীকে চোর চোর শুনতে হচ্ছে ওনার জন্য।'
রবিবার বর্ধমান শহরে প্রাতর্ভ্রমণে বেরিয়ে হাতপাখা বিলি করেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বলেন, 'টিএমসির গরম হাওয়া নয়, টিএমসির লু নয়, বিজেপির সুন্দর মিষ্টি হাওয়া।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।