Loksabha Election 2024: ভোট পরবর্তী হিংসার ঘটনা এড়াতে সিদ্ধান্ত, ফল ঘোষণার পরও রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী
Central Force Update: লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই, মার্চের প্রথম সপ্তাহে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছয় বাংলায়।
কলকাতা: ভোট পর্ব মেটার পরও রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী (Central Force)। ৬ জুন পর্যন্ত রাজ্যে থাকবে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোট পরবর্তী হিংসার ঘটনা এড়াতে ফল ঘোষণার ২ দিন পর পর্যন্ত রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী।
রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী: শেষ দফার ভোট, বাংলার ৯ আসনে নির্বাচন। কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদম, ডায়মন্ড হারবার, বসিরহাট, বারাসাত, যাদবপুর, জয়নগর, মথুরাপুর লোকসভা নির্বাচন। বরানগর বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন। শেষ দফার ভোটে রাজ্যে এসেছে আরও কেন্দ্রীয় বাহিনী। লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই, মার্চের প্রথম সপ্তাহে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছয় বাংলায়। অতীত থেকে শিক্ষা নিয়ে ভোট মিটলেই বাহিনী সরানোর কথা ভাবছে না কমিশন। ৪ জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণা। ফল ঘোষণারও দুদিন পর রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকবে।
শনিবার ৯টি লোকসভা ও একটি বিধানসভা উপ নির্বাচনের জন্য় মোাতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু তাদের থাকার ব্য়বস্থা নিয়েই চিন্তায় ছিল নির্বাচন কমিশন। কারণ, শেষ দফা ভোটের আগে রেমালে তছনছ হয়ে গিয়েছে দুই ২৪ পরগনার একাধিক জায়গা। সেখানকার স্কুলগুলিতে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। তাই বিকল্প জায়গা খুঁজতে গিয়ে অসুবিধায় পড়তে হয় নির্বাচন কমিশনকে। সপ্তম দফায় ভোটে হচ্ছে ১৭ হাজার ৪৭০ টি বুথে। এই দফায় মোট কেন্দ্রীয় বাহিনী রয়েছে ৯৬৭ কোম্পানি। শুধুমাত্র কলকাতায় রয়েছে ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বারাসাত পুলিশ জেলা ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনে ৮১ কোম্পানি করে, বারুইপুরে ১৬০ কোম্পানি, বসিরহাটে ১১৬ কোম্পানি, বিধাননগর পুলিশ কমিশনারেটের অধীনে ৫৯ কোম্পানি, ডায়মন্ড হারবার পুলিশ জেলায় ১১০ কোম্পানি ও সুন্দরবন পুলিশ জেলায় থাকছে ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ৯টি লোকসভা কেন্দ্র মোটি QRT রয়েছে ১ হাজার ৯৫৮টি। এরমধ্য়ে কলকাতাতেই মোতায়েন থাকবে ৫৯৯টি QRT. কলকাতায় ৭২ টি বহুতল থেকে নজরদারি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী ও কলকাতা পুলিশ। সন্দেশখালি ও গোসাবার মতো এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি চালানোর সিদ্ধান্ত। সপ্তম তথা শেষ দফার ভোটে ওয়েবকাস্টিংয়ের উপর অত্য়ন্ত জোর দিচ্ছে নির্বাচন কমিশন।কমিশন সূত্রে খবর, বুথে ওয়েবকাস্টিংয়ের ক্যামেরা বন্ধ থাকলেই, ভোটগ্রহণও বন্ধ রাখতে বলা হয়েছে। কোনও কারণে ওয়েবকাস্টিং বন্ধ হলে তার উপযুক্ত জবাব দিতে হবে সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।