Loksabha Election 2024: ছিঁড়ে দেওয়া হল পোস্টার-ব্যানার, সিপিএম প্রার্থী সৃজনের নিশানায় তৃণমূল
Loksabha Poll 2024: ভোটের আগে নাকতলার অরবিন্দ নগরে ছেঁড়া হল যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যর পোস্টার, ব্যানার, ফ্লেক্স।
সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: ভোটের (Loksabha আগে নাকতলায় ছেঁড়া হল যাদবপুরের সিপিএম প্রার্থীর পোস্টার। ছেঁড়া হল সৃজনের পোস্টার-ব্যানার-ফ্লেক্স। ভেঙে দেওয়া হয় সিপিএম মুখপত্রের বোর্ড। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ সিপিএমের।
ছেঁড়া হল সৃজনের পোস্টার: ভোটের আগে নাকতলার অরবিন্দ নগরে ছেঁড়া হল যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যর পোস্টার, ব্যানার, ফ্লেক্স। কলকাতা পুরসভার ১০০ নম্বর ওয়ার্ডের ঘটনা। অভিযোগ, গতকাল রাতে সিপিএমের পার্টি অফিস লাগোয়া একটি জায়গায় সৃজনের সমর্থনে লাগানো পোস্টার, ব্যানার ছিঁড়ে দেওয়া হয়। ভেঙে দেওয়া হয় সিপিএম মুখপত্রের বোর্ড। স্থানীয়দের দেওয়া ভিডিও-য় ধরা পড়ে, রাত আড়াইটে নাগাদ তিন বাইক আরোহী এসে এলাকায় তাণ্ডব চালায়। এর জন্য তৃণমূলকেই দায়ী করেছেন যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
এবিষয়ে সৃজন ভট্টাচার্য বলেন, "নাকতলায় কলকাতা পুরসভার ১০০ নম্বর ওয়ার্ডে আমার পোস্টার, ব্যানার, ফ্লেক্স ছেঁড়া হয়েছে। সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। কারা এগুলো করছে সহজেই বোঝা যাচ্ছে। যাঁদের হাঁটু ঠকঠক করে কাঁপছে, যাঁদের পায়ের তলার জমি আলগা হচ্ছে তারাই এসব করছে। যাদবপুরের মানুষ ক্রমশ লাল ঝান্ডাকে আঁকড়ে ধরার দিকে এগোচ্ছেন। এসব করে বুঝতে পারছে না নিজেদের কবর নিজেরা খুঁড়ছে।''
এদিকে এদিনই তৃণমূলের বাধার মুখে পড়েন সিপিএম প্রার্থী। পঞ্চসায়র থানা এলাকায় শহিদ স্মৃতি কলোনিতে যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যর রোড শো দফায় দফায় আটকানোর চেষ্টা হয়। সৃজনের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি, ছিঁড়ে দেওয়া হয় পতাকা, ফ্লেক্স। সিপিএম প্রার্থীকে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। এদিন কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের শহিদ স্মৃতি কলোনিতে সৃজন ভট্টাচার্যর প্রচার ঘিরে উত্তেজনা ছড়ায়। এভাবে বামেদের রুখতে পারবে না তৃণমূল। যাদবপুরে এবার তাঁরাই জিতবেন বলে দাবি করেন সৃজন। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। গতকাল খড়দায় প্রচারে গিয়ে তৃণমূলের গো ব্যাক স্লোগানের মুখে পড়েন দমদমের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীও। খড়দা থানার সামনে তৃণমূল ও সিপিএম কর্মীদের মধ্য়ে হাতাহাতি বেধে যায়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Loksabha Election 2024: ভোট শেষ হতেই অশান্তি, তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ