Mamata Banerjee: 'দেব-জুন জিতলে ঘাটাল মাস্টার প্ল্যান উপহার' ঘোষণা মমতার
Loksabha Election 2024: ভোটের আগে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
![Mamata Banerjee: 'দেব-জুন জিতলে ঘাটাল মাস্টার প্ল্যান উপহার' ঘোষণা মমতার Loksabha Election 2024 Mamata Banerjee Announcement On Ghatal Master Plan Mamata Banerjee: 'দেব-জুন জিতলে ঘাটাল মাস্টার প্ল্যান উপহার' ঘোষণা মমতার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/26/d32704c9a0ff759ac4da358d9934cce8171412907170251_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: পিংলার জনসভায় ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের Mamata Banerjee)। ভোটপ্রচারে গিয়ে দিলেন প্রতিশ্রুতি। উপহার হিসেবে তুলে ধরলেন ঘাটাল মাস্টার প্ল্যান।
কী ঘোষণা মমতার?
বছরের পর বছর নয়, অর্ধ শতক ধরে ঘাটাল মাস্টার প্ল্যান ঘিরে আবর্তিত হয়েছে জেলার রাজনীতি। কিন্তু প্রকল্প বাস্তবায়িত হয়নি। মাসদুয়েক আগে, এই মাস্টার প্ল্যানকে কেন্দ্র করেই ঘাটালের ভোট রাজনীতির সমীকরণ ঘুরে যেতে পারে বলে তৈরি হয়েছিল জল্পনা। যার শুরুটা করেছিলেন এখানকার শেষ ২ বারের তৃণমূল সাংসদ দেব। শুক্রবার ঘাটালে তাঁর হয়েই জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে আরও একবার উঠে এল ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গ। এদিন মুখ্যমন্ত্রী বলেন, "এবার দেব এবং জুন, ঝাড়গ্রাম জিতলে মেদিনীপুরকে উপহার দেব ঘাটাল মাস্টার প্ল্যান।''
কী বললেন দেব?
এবার ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। এদিন তাঁর সমর্থনেই পিংলায় জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই জনসভায় দেব বলেন, "ঘাটালের সমস্য়া অতিরিক্ত বৃষ্টি হলে বন্য়া হয়। ঘাটালে একের পর এক ঘর ডুবে যায়। মানুষ মারা যায়। শস্য় নষ্ট হয়। ১০০ বছর আগের স্বপ্ন ঘাটাল মাস্টার প্ল্য়ান। দিদি বলেছে এই স্বপ্ন পূরণ হবে। বাস্তবিক হতে চলেছে দিদির হাত ধরে।''
এর আগে গত ৭ এপ্রিল ঘাটালে ভোটপ্রচারে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ১ মাসের মধ্যে কেন্দ্র টাকা না দিলে, ৩১ ডিসেম্বরের আগেই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করবে রাজ্য সরকার। “আমি মুখ্যমন্ত্রীকে ফোন করি। ফোন করে বলি, দেব যে কথাটা বলছে অত্যন্ত ন্যায়সম্মত। বাস্তববাদী। আমরা যদি ঘাটাল মাস্টার প্ল্যান না করি, তাহলে আগামী ১০০ বছরে কেন্দ্রীয় সরকারের কাছে আপনি তীর্থের কাকের মতো চেয়ে বসে থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দেবকে বল, যদি ১ মাসের মধ্যে কেন্দ্র ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা না ছাড়ে, এই বছরের ৩১ শে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে।’’
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Weather Update: তাপপ্রবাহ থেকে এখনই নেই রেহাই! আরও চড়বে তাপমাত্রার পারদ
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)