Weather Update: তাপপ্রবাহ থেকে এখনই নেই রেহাই! কবে হবে স্বস্তির বৃষ্টি?
Heat Wave Forecast: আরও এক সপ্তাহ বাংলায় তাপপ্রবাহ চলবে। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তীব্র তাপপ্রবাহের সতর্কতা।
ঝিলম করঞ্জাই, কলকাতা: ভোটের উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস। ১৯৮০ সালে এপ্রিলে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি। দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গেও তাপপ্রবাহের পরিস্থিতি। চড়া রোদ, শুকনো গরমের পরিস্থিতি। আগামী এক সপ্তাহ থাকার সতর্কতা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। দার্জিলিং, কালিম্পং-সংলগ্ন জলপাইগুড়ির একাংশে বৃষ্টির সম্ভাবনা।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট
২৬.০৪.২৪ (শুক্রবার)
- লাল সতর্কতা: বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
- কমলা সতর্কতা: দক্ষিণবঙ্গে বাকি সব জেলায় জারি তাপপ্রবাহের সতর্কতা।
২৭.০৪.২৪ থেকে ৩০.০৪.২৪
- লাল সতর্কতা: বীরভূম, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার একাধিক জায়গায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
- কমলা সতর্কতা: দক্ষিণবঙ্গে বাকি সব জেলায় জারি তাপপ্রবাহের সতর্কতা।
Special Bulletin-12 : Heat Wave Warning over the districts of West Bengal during 26–30th April, 2024. pic.twitter.com/2M3RQ5E5oS
— IMD Kolkata (@ImdKolkata) April 26, 2024
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট
২৬.০৪.২৪ থেকে ৩০.০৪.২৪
- কমলা সতর্কতা: মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
- হলুদ সতর্কতা: তীব্র গরম সহ আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে।
আবহাওয়াবিদ হিমাংশু শেখর পারিয়া জানিয়েছেন, "আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূমে অতি তীব্র তাপপ্রবাহ চলবে। এর সঙ্গে আগামীকাল বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমানেও তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছি। উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং এবং কালিম্পঙের দু এক জায়গায় হতে পারে বৃষ্টি হতে পারে। বাকি জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে অসহ্য গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আজ কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি রয়েছে। ৩০ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহ চলবে। আগামী কয়েকদিন এরকমই থাকবে তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই। আবার খুব একটা কমারও সম্ভাবনা নেই। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Shani Puja : আগামীকালই শনি পুজো, বিশেষ দিনে এই ভুলগুলি করলেই ঘোর অন্ধকার !