Loksabha Election 2024: শেষ দফা ভোটের আগে ফের বঙ্গে, একনজরে মোদির সফরসূচি
কলকাতার পাশাপাশি বারাসাত ও যাদবপুর লোকসভা কেন্দ্রে সভা করবেন মোদি। অশোকনগর ও সোনারপুরে সভা করবেন প্রধানমন্ত্রী।
কলকাতা: শেষ দফা ভোটের আগে (Loksabha Election 2024) কাল ফের বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি। কাল কলকাতায় রোড শো করবেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত মোদির রোড শো। নেতাজি মূর্তির পাদদেশ থেকে স্বামী বিবেকানন্দর বাড়িতে যাবেন মোদি। কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড শো করবেন প্রধানমন্ত্রী। বারাসাত ও যাদবপুর লোকসভা কেন্দ্রে সভা করবেন মোদি। অশোকনগর ও সোনারপুরে সভা করবেন প্রধানমন্ত্রী।
ফের বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি: ১ জুন, লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফার ভোট। তার আগে ফের রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি। সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন তাপস রায়। তাঁর সমর্থনে করবেন রোড শো। আরও দুই লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীদের সমর্থনে সভা করবেন তিনি। এর আগে রাজ্যে ভোটপ্রচারে এসে দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশনের হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। তার আগে ED-র বাজেয়াপ্ত করা প্রায় ৩ হাজার কোটি টাকা রাজ্যের গরিব মানুষদের ফেরানোর ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে ফোন করে সেকথা প্রচারে তুলে ধরারও নির্দেশ দেন।
পুরুলিয়ায় নির্বাচনী সভা থেকে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে হুঙ্কার শোনা গিয়েছিল প্রধানমন্ত্রীর গলায়। তিনি বলেছিলেন, "আমি ২০১৪ সালে বলেছিলাম যে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে লড়ব। বলেছিলাম কি না? ২০১৯-এ বলেছিলাম, দুর্নীতিগ্রস্তদের এক এক করে ধরব। বলেছিলাম কি না? '২৪-এ বলছি এই দুর্নীতিবাজদের জেলের বাইরে থাকতে দেব না। লুঠের যে টাকা মোদি উদ্ধার করছে, যাঁদের থেকে লুঠ হয়েছে তাদের টাকা ফেরত দিতে চেষ্টা করব। এর জন্য রাস্তা খুঁজছে মোদি। চুরি করা তৃণমূলের নীতি হয়ে গেছে। যে বাংলায় মা সরস্বতীর পুজো হয়, সেখানে তৃণমূল সরকার শিক্ষাতেও চুরি করেছে। শিক্ষক নিয়োগে হাজারও যুবকের ভবিষ্যৎ বরবাদ করে দিয়েছে। যুবকদের দেনায় ডুবিয়ে দিয়েছে। চাকরির জন্য ধার করে তৃণমূলের লোকেদের টাকা দিতে হয়েছে। ক্ষতি শুধু যুব সমাজের নয়, আজ বাংলার গ্রামের স্কুলগুলোয় শিক্ষক নেই। তৃণমূল ওই শিশুদের ভবিষ্যতও চুরি করেছে। তৃণমূল হোক বা কংগ্রেস, এরা এক থালাতেই খায়।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Cyclone Remal Update: রেমালের দাপট ওপার বাংলাতেও, বাংলাদেশে বাড়ছে মৃতের সংখ্যা