Saumitra - Sujata : 'এভাবেই বাড়িতে অত্যাচার করতেন উনি', সৌমিত্রর বিরুদ্ধে এ কী বললেন সুজাতা !
Saumitra Vs Sujata: বিষ্ণুপুরের প্রার্থী হিসাবে ঘোষিত হয়েছে সৌমিত্রের প্রাক্তন স্ত্রী সুজাতার নাম। প্রাক্তনের হুমকি প্রসঙ্গে তিনি বলেন, এভাবেই বাড়িতে অত্যাচার করতেন উনি।
তুহিন অধিকারী, বাঁকুড়া: লোকসভা ভোটে ( Loksabha Poll ) বিষ্ণুপুরে ( Bishnupur ) লড়াই এবার প্রাক্তন-স্বামী স্ত্রীর। গত বিধানসভা ভোটের ( Assembly Election ) আগে যখন দল ভাঙার খেলা চলছে, তখন সেই ভাঙনের আঁচ এসে লেগেছিল সৌমিত্র-সুজাতার সংসারে! স্ত্রী তৃণমূলে যোগ দিয়ে ঘাসফুলের পতাকা হাতে নিতেই, লাইভ সাংবাদিক বৈঠকে, চোখের জল মুছতে মুছতে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন সৌমিত্র ( Saumintra Khan ) । তা শুনে কান্নায় ভেঙে পড়েছিলেন স্ত্রী-ও । তারপর হুগলি নদীর জল বয়েছে বহু। বিচ্ছেদের পর এবার তাঁরা যুযুধান প্রতিদ্বন্দ্বী। রাজনৈতিক লড়াই তো ইভিএমে হবেই। কিন্তু তার আগে একে অপরের বিরুদ্ধে বইয়ে দিচ্ছেন কুকথার স্রোত। কে বলবে, এই সুজাতাই গত লোকসভা ভোটে ছিলেন সৌমিত্রর সারথি।
তৃণমূলকে হুঁশিয়ারি দিতে গিয়ে সৌমিত্র বললেন, 'তৃণমূল কংগ্রেস যদি কিছু করতে যায় চোখ উপড়ে নেব, সে ক্ষমতা আমি রাখি" সৌমিত্রকে ছেড়ে কথা বললেন না তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সুজাতা। রবিবার ব্রিগেডে তৃণমূলের ‘জনগর্জন সভা’ থেকে বিষ্ণুপুরের প্রার্থী হিসাবে ঘোষিত হয় সৌমিত্রের প্রাক্তন স্ত্রী সুজাতার নাম। প্রাক্তনের হুমকি প্রসঙ্গে তিনি বলেন, এভাবেই বাড়িতে অত্যাচার করতেন উনি।
বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে সৌমিত্র খাঁর নাম ঘোষণা হতেই ময়দানে নেমে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তিনি। এদিন তিনি জয়পুর ব্লকের ময়নাপুর এলাকায় নির্বাচনী প্রচারের পাশাপাশি দলীয় কর্মীদের নিয়ে একটি পথসভা করেন। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দেন সৌমিত্র খাঁ। পাল্টা সৌমিত্র খাঁকে কটাক্ষ করেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা সৌমিত্র খাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। তিনি বলেন, 'এই যে সবসময় মানুষকে প্রাণনাশের হুমকি দেওয়া, এই চোখ উপড়ে নেব, কান কেটে নেব, মাথা ফাটিয়ে নেব--এরকম আমাকেও ঘরে অত্যাচার করত। তাই প্রাণভয়ে আমি বেরিয়ে এসেছি।' তিনি আরও বলেন, ' আর যেহেতু ময়নাপুর থেকে আমি নির্বাচিত জেলা পরিষদের সদস্য তাই জন্য উনি এখন ময়নাপুরের ময়না সাজতে গেছেন।'
২০১১ সালের বিধানসভা ভোটে কোতুলপুর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে জিতে বিধায়ক হন সৌমিত্র খাঁ। বছর ঘুরতে না ঘুরতেই যোগ দেন তৃণমূলে। ২০১৪ সালের লোকসভা ভোটে তৃণমূলের হয়ে বিষ্ণুপুরের সাংসদ হন সৌমিত্র। ২০১৬ সালের ১ জুলাই পরিণতি পায় প্রেম। বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিষ্ণুপুরের সৌমিত্র ও বড়জোড়ার সুজাতা। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন সৌমিত্র। আদালতের নিষেধাজ্ঞায় সৌমিত্র নিজের নির্বাচনী কেন্দ্রে ঢুকতে না পারায়, স্বামীর হয়ে তাঁর কেন্দ্রে প্রচার করেন সুজাতা। ২০১৯ সালে মূলত সুজাতার কাঁধে ভর করেই ভোট বৈতরণী পার করেন সৌমিত্র।