(Source: ECI/ABP News/ABP Majha)
Loksabha Poll 2024 : প্রচারে কুকথার তোড় নয় ! আর কোন নিয়ম ভাঙলেই কড়া হবে নির্বাচন কমিশন?
Loksabha Vote 2024 : রাজনৈতিক নেতা-নেত্রীদের মন্তব্যের ওপর এবার নিয়ন্ত্রণ হবে কড়া। জাতীয় নির্বাচন কমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে সব রাজনৈতিক দলগুলির প্রচারে শালীনতা বজায় রাখতে নির্দেশ দিয়েছে।
রুমা পাল , কলকাতা : লোকসভা ভোটের ( Loksabha Poll 2024 ) র্ঘণ্ট ঘোষণা না হলেও, নির্বাচনী প্রচার শুরু হয়ে গিয়েছে পুরোদমে। আর হালফিলের যে কোনও নির্বাচন মানেই মঞ্চ থেকে রাজনৈতিক নেতাদের কুকথার তোড়। গত লোকসভা ভোটের উদাহরণই ধরা যাক, কিংবা গত বিধানসভা বা পঞ্চায়েত, ভোটবাক্সের লড়াই জিততে রাজনৈতিক নেতাদের মুখ শোনা গিয়েছে প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে বাছা-বাছা শব্দে আক্রমণ। রাজনৈতিক আক্রমণ ব্যক্তিগত স্তরে যেতে সময় নেয়নি। এবার ২০২৪ এর ভোটের আগে তাই বেশ কড়া অবস্থান নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
রাজনৈতিক নেতা-নেত্রীদের মন্তব্যের ওপর এবার নিয়ন্ত্রণ হবে কড়া। জাতীয় নির্বাচন কমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে সব রাজনৈতিক দলগুলির প্রচারে শালীনতা বজায় রাখতে নির্দেশ দিয়েছে। প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থী থেকে তারকা প্রচারকদের নজর রাখতে বলা হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে কয়েকটি বিষয়ে সতর্ক হতে বলেছে । নির্দেশিকায় বলা হয়েছে -
- ধর্ম কিংবা জাতির নামে ভোট প্রার্থনা করা যাবে না।
- পাশাপাশি, প্রচারের কারণে দুটি সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ও উত্তেজনার সৃষ্টি না হয় তার দিকেও নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
- বিরোধিতার নামে ভোটারদের মন পেতে মিথ্যা প্রচারও করা যাবে না। সে-বিষয়েও কড়া নজর থাকবে কমিশনের।
- ব্যক্তি আক্রমণ থেকে মহিলাদের সম্মান রক্ষার্থেও কড়া নির্দেশ দিয়েছে কমিশন।
- ধর্মীয় স্থানে ভোট প্রচারেও নিষেধাজ্ঞা রয়েছে কমিশনের।
- সোশাল মিডিয়ার মাধ্যমে প্রচারের ক্ষেত্রেও সর্তক থাকতেও নির্দেশ দেওয়া হয়েছে। কারণ হালফিলে জনতার কাছে পৌঁছে যেতে অনেক দলেরই ভরসা সোশ্যাল মিডিয়া। এইসব বিধি অমান্যে কড়া পদক্ষেপ করতে পারে কমিশন। হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
এদিকে, দিল্লি থেকে রাজ্যে আগামীকালই আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। রবিবার সন্ধে ৬টায় বৈঠক রয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে। বৈঠকে থাকবেন রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার। চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমার কলকাতায় এসে পৌঁছবেন কাল রাতে। ফুল বেঞ্চে থাকছেন অরুণ গোয়েল, ধর্মেন্দ্র শর্মা, নীতেশ ব্যাস সহ মোট ১৩ জনের টিম। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাদা বৈঠক করবে কমিশন। শাসক এবং বিরোধী দলগুলির ভোট নিয়ে অভিযোগ খতিয়ে দেখতেই এই বৈঠক। বিরোধী দলগুলির আইন শৃঙ্খলা নিয়ে ওঠা অভিযোগের বিষয়গুলি খতিয়ে দেখা হবে। এই বৈঠকের পরেই হবে জেলাশাসক ও পুলিশ অফিসারদের নিয়ে আলাদা বৈঠক। মঙ্গলবার সকাল ১১টায় কমিশন পৃথক বৈঠক করবে রাজ্যের মুখ্যসচিব ও ডিজি-র সঙ্গে ।
আরও দেখুন :