Maharashtra Lok Sabha Election Result 2024: মহারাষ্ট্রে বিজেপির 'বিপর্যয়', দায় নিয়ে সরকারি দায়িত্ব থেকে সরতে চান দেবেন্দ্র ফড়ণবীশ
Election Result 2024: মহা বিকাশ আঘাড়ি বা কংগ্রেস, শিবসেনা (UBT) ও এনসিপি (শরদ পাওয়ার)-এর জোটের ঝুলিতে এসেছে ২৯টি মতো আসন
মুম্বই : মহারাষ্ট্রের রাজনীতিতে পটপরিবর্তন। বড়সড় ধাক্কা খেল বিজেপি। ২০১৯ সালের তুলনায় আসন কমল অনেকটাই। সেবার ২৩টি আসনে জয়লাভ করেছিল গেরুয়া শিবির। এবার তা কমে দাঁড়িয়েছে ৯টিতে। অন্যদিকে, মহা বিকাশ আঘাড়ি বা কংগ্রেস, শিবসেনা (UBT) ও এনসিপি (শরদ পাওয়ার)-এর জোটের ঝুলিতে এসেছে ২৯টি মতো আসন। এই পরিস্থিতিতে রাজ্যে দলের ব্যর্থতার দায় নিয়েছেন মহারাষ্ট্র বিজেপির অন্যতম মুখ তথা উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ। এর পাশপাশি তিনি শীর্ষ নেতৃত্বের কাছে তাঁকে সরকারি দায়িত্ব থেকে 'মুক্তি' দেওয়ার আর্জি জানিয়েছেন।
ফড়ণবীশ বলেন, 'মহারাষ্ট্রে বিপর্যয় ঘটেছে। আমাদের আসন কমেছে। এর পুরো দায় আমার। এই দায়িত্ব আমি গ্রহণ করছি এবং যা কিছুর অভাব হয়েছে তা পূরণ করার চেষ্টা করব। আমি পালানোর লোক নই। আমরা নতুন কৌশল তৈরি করব এবং নতুন কৌশল তৈরি করার পর মানুষের কাছে যাব।'
#WATCH | Mumbai: Maharashtra Deputy CM Devendra Fadnavis says, "...This debacle that happened in Maharashtra, our seats have reduced, the entire responsibility for this is mine. I accept this responsibility and will try to fulfill whatever is lacking. I am not a person who will… pic.twitter.com/ypJzTTXHf4
— ANI (@ANI) June 5, 2024
তাঁর সংযোজন, মহারাষ্ট্রে এই ফলের দায় নিচ্ছি। আমি দলকে নেতৃত্ব দিচ্ছিলাম। বিজেপির শীর্ষ নেতৃত্বকে অনুরোধ করছি, সরকারি দায়িত্ব থেকে আমাকে মুক্তি দেওয়া হোক যাতে আমি পরবর্তী ভোটের জন্য কঠোর পরিশ্রম করতে পারি।
Mumbai: Maharashtra Deputy CM Devendra Fadnavis says, "I take the responsibility for such results in Maharashtra. I was leading the party. I am requesting the BJP high command to relieve me from the responsibility of the government so that I can work hard for the party in… pic.twitter.com/aPfnOWyVa3
— ANI (@ANI) June 5, 2024
মহারাষ্ট্রের লোকসভা কেন্দ্র রয়েছে ৪৮টি। এর মধ্যে ৪৫-এর বেশি আসনে জয়লাভের লক্ষ্যে ঝাঁপিয়েছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। যদিও প্রায় এক্সিট পোলে তাদের পক্ষে জনাদেশ যাওয়ার আভাস দেওয়া হয়েছিল। যদিও গণনায় দেখা গেছে, MVA বাজিমাত করেছে। শেষ পরিসংখ্যান অনুযায়ী, মহারাষ্ট্রে কংগ্রেস পেয়েছি ১৩টি, শিবসেনা (UBT) পেয়েছে ৯টি ও এনসিপি (শরদ পাওয়ার) পেয়েছে ৮টি আসন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।