Lok Sabha Election: 'নিখোঁজ' বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী! পোস্টার ঘিরে হইচই মালদায়
Malda News: ভোটযুদ্ধে এবার মালদা দক্ষিণ থেকে বিজেপির প্রার্থী হয়েছেন ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। এলাকায় নিখোঁজ পোস্টার পড়ল তাঁর নামে।
করুণাময় সিংহ, এবিপি আনন্দ, মালদা: এবার লোকসভা ভোটের (Lok Sabha Election) আগে মালদা (Malda) দক্ষিণের বিজেপির প্রার্থীর বিরুদ্ধে পড়ল নিখোঁজ পোস্টার। বৃহস্পতিবার ইংরেজবাজারের বিভিন্ন এলাকায় নিখোঁজ পোস্টার পড়ে ইংরেজবাজারের বিধায়ক এবং মালদা দক্ষিণের বিজেপির (BJP) প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর (Sreerupa Mitra Chaudhury) নামে। আর তা নিয়ে একে অপরকে বিঁধছে তৃণমূল (TMC)- বিজেপি (BJP)।
লোকসভা ভোটের আগে মালদা দক্ষিণের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পড়ল নিখোঁজ পোস্টার। পোস্টার ঘিরে শুরু বিতর্ক। আর এনিয়ে বিজেপির সন্দেহের তীর তৃণমূলের দিকেই। দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, 'এটা একটা তৃণমূলের নোংরা রাজনীতি, প্রতিদিন এক বিধানসভায় থাকা সম্ভব নয়। তৃণমূল এর আগে থানায় মিসিং ডায়েরি করেছিল।'
ভোটযুদ্ধে এবার মালদা দক্ষিণ থেকে বিজেপির প্রার্থী হয়েছেন ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। বৃহস্পতিবার তাঁর বিধানসভা এলাকার পোস্ট অফিস মোড়, মালদা মেডিক্যাল কলেজ চত্বর, কানির মোড়-সহ বিভিন্ন এলাকায় নিখোঁজ পোস্টার পড়ে। যেখানে লেখা, সন্ধান চাই, নিখোঁজ, শ্রীরূপা মিত্র চৌধুরী। MLA কে দেখেছেন? কোন স্বহৃদয়বান ব্যাক্তি খোঁজ পাইলে মালদার জনগণের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
আরও পড়ুন, 'যার বিয়ে সে নিজেই পুরোহিত', বিজেপি-নির্বাচন কমিশন নিয়ে চরম অভিযোগ মমতার
এদিকে মালদার তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকার বলেন, 'বন্যা, খরা, কোন সময় ইংরেজবাজারের বিধায়িকাকে কেউ পায়নি, উনি হোটেলে প্রচার করছে. দলের লোকেরাও ওঁর হয়ে প্রচারে নামেনি। ওঁকে দেখতে পাচ্ছে না বলে দলের একাংশই এই কাজ করছে।'
তবে যাঁর নামে পড়েছে নিখোঁজ পোস্টার, অর্থাৎ শ্রীরূপা মিত্র চৌধুরী। এই বিষয়ের তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি কোন মন্তব্য করা থেকে বিরত থাকেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে