Babun Banerjee: তৃণমূলের বিরুদ্ধে নির্দল হিসেবে লড়াইয়ের হুঁশিয়ারি, টিকিট নিয়ে ক্ষুব্ধ মমতার ভাই বাবুনও
Lok Sabha Elections 2024: হাওড়ায় তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্দল হয়ে লড়াই করার হুঁশিয়ারি দিলেন তিনি।
কলকাতা: লোকসভা নির্বাচনের জন্য একসঙ্গে ৪২ আসনেই প্রার্থী ঘোষণা হয়েছে। কিন্তু প্রার্থী বাছাই নিয়ে ক্ষোভ মিটছে না তৃণমূলের অন্দরে। একে একে অর্জুন সিংহ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং হুমায়ুন কবীররা যেমন মুখ খুলেছেন, তেমনই টিকিট নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারেরও (Mamata Banerjee)। মমতার ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় (Babun Banerjee) টিকিট নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন। হাওড়ায় তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্দল হয়ে লড়াই করার হুঁশিয়ারি দিলেন তিনি। (Lok Sabha Elections 2024) জানালেন, মমতা না বলতে পারেন, তা সত্ত্বেও নির্দল হিসেবে প্রার্থী হচ্ছেন তিনি। হাওড়ার ভোটারও হয়েছেন ইতিমধ্যে।
ব্রিগেডের 'জনগর্জন' সভা থেকেই রাজ্যের ৪২ লোকসভা কেন্দ্রে একসঙ্গে প্রার্থী ঘোষণা করে তৃণমূল। এক এক করে ৪২ জনের নাম ঘোষণা করেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রার্থীদের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেন খোদ মমতা। প্রত্যাশিত অনেকের নামই তালিকা থেকে বাদ গিয়েছে, নতুন মুখ উঠেছে অনেক। সেই নিয়ে প্রকাশ্যে অসন্তোষও প্রকাশ করেছেন কেউ কেউ। (TMC Candidate List)
সেই আবহেই এবার মমতার বাড়ির সদস্য, তাঁর ভাই বাবুন প্রার্থিতালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন। এবিপি আনন্দের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে কথা বলার সময়ই ক্ষোভ উগরে দেন বাবুন। বিজেপি-তে যোগদানের সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলেন, "বিজেপি-তে যোগদানের খবরে কোনও সত্যতা নেই। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যাইনি কখনও, যাবও না। ১৯৮১ সাল থেকে দলে জড়িয়ে। কখনও দলের বিরুদ্ধে যাইনি। আমার একটাই অভিমান, যে মানুষটা হাওড়ায় প্রার্থী হয়েছেন, মোহনবাগান ক্লাবের এজিএমের সময় আমাকে গলাধাক্কা দেন যে প্রসূন ব্যানার্জি, আমাকে অপমান করেন যিনি, তাঁকে নিয়ে আমার প্রচুর অ্যালার্জি।"
এবিপি আনন্দের আর এক প্রতিনিধি, অর্ণব মুখোপাধ্যায়কে বাবুন জানান, "সাংসদ তহবিলের পুরো টাকা কাজে লাগাতে পারেন না। ঘরে বসে রাজনীতি হয় না। তার জন্য চিন্তাভাবনা করেছি, নির্দল হলেও, হাওড়ায় দাঁড়াতে পারি আমি। আমি হাওড়ার ভোটার হয়েছি। দিদিমণির সঙ্গে গিয়ে সরাসরি কথা বলব। রাখি পরি, ফোঁটা নিই, দিদি আমার কাছে ভগবান। ওঁর কথা অক্ষরে অক্ষরে পালন করি। মতভেদের জায়গা নেই। আশীর্বাদ চাইব নির্দল প্রার্থী হতে। দিদি না বলবেন জানি। বোঝানোর চেষ্টা করব।"
বাবুন আরও বলেন, "একটা মানুষ যিনি, ক্লাস ফাইভ পাশ করতে পারেন না, তাঁকে স্নাতক করে পাশ করিয়ে দেওয়া হচ্ছে। হাওড়ার মানুষ ওঁকে মেনে নিচ্ছেন কি না জানি না আমি। কিন্তু আমি বলতে পারি, এই প্রার্থী ঠিক হয়নি।" এ নিয়ে নিজের দিদিকে কি কিছু জানিয়েছিলেন বাবুন? জবাবে তিনি বলেন, “প্রথম থেকে বলা হয়েছিল ওঁকে বাদ দিয়ে অন্যকে প্রার্থী করলে হাওড়ার মানুষ অন্য ভাবে গ্রহণ করে নেবেন। ওই মানুষটিকে আমার ঠিক মনে হয়নি, তাই দু'টো কথা বলছি।”
কিন্তু আপত্তির কথা কেন জানালেন না মমতাকে? প্রশ্নের উত্তরে বাবুন বলেন, "কিছু জিনিস জানিয়েও লাভ হয়নি। দিদিমণির হাত যখন রয়েছে মাথার উপর, আমি জানি একটা দিন ভাল সময় আসবেই।" প্রসূনের উপর কেন খাপ্পা হলেন বাবুন? তিনি জানিয়েছেন, সাংসদ তহবিলের কোনও টাকা শেষ করতে পারেন না প্রসূন। মানুষের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা নেই যথেষ্ট। প্রসূনের চেয়ে অনেক যোগ্য প্রার্থী হাওড়ায় ছিল বলেও মত বাবুনের। দলের পছন্দ তিনি মানতে বাধ্য, কিন্তু তাঁর মনে এখনও সংশয় রয়েছে বলে জানিয়েছেন। প্রসূনের মতো 'বাজে লোককে' টিকিট না দেওয়াই উচিত ছিল বলেও জানান তিনি।