এক্সপ্লোর
জন্ম শহরের পালাসিয়ায়, শৈশব কেটেছে সেখানে, ইন্দোরে প্রচারে নামাতে সলমনের সঙ্গে কথা মধ্যপ্রদেশ কংগ্রেসের

ভোপাল: ১৯৬৫ সালে সলমন খানের শুধুমাত্র জন্মই হয়নি ইন্দোরের পালাসিয়া এলাকায়, বলিউড স্টার হওয়ার আগে ছোটবেলায় বেশ কিছুটা সময় সেখানেই কেটেছে তাঁর। মধ্যপ্রদেশের বাণিজ্যিক রাজধানীর সঙ্গে তাঁর এই যোগসূত্রকে কাজে লাগাতে মধ্যপ্রদেশ কংগ্রেস সলমনকে এবার ভোটপ্রচারে নামানোর চেষ্টা করছে। মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র পঙ্কজ চতুর্বেদী বলেছেন, আমাদের নেতারা ইতিমধ্যেই ইন্দোরে আমাদের হয়ে প্রচারে নামার ব্যাপারে সলমন খানের সঙ্গে কথা বলেছেন। আমরা একপ্রকার নিশ্চিত, অভিনেতা আমাদের জন্য প্রচার করবেন। তিনি আরও বলেন, ইন্দোরে ওঁর শৈশব কেটেছে। ওঁর দাদু ছিলেন ওখানকার সিনিয়র পুলিশ অফিসার। মধ্যপ্রদেশের সবচেয়ে বড় শহর ইন্দোর বেশ কয়েক বছর ধরেই বিজেপির নিরাপদ দূর্গ। ১৯৮৯ –এ সেখানে সুমিত্রা মহাজনের কাছে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা প্রকাশ চন্দ্র শেঠির পরাজয়ের পর থেকেই বারবার বিজেপি জিতে আসছে। ৮ বারের সাংসদ, লোকসভা স্পিকার সুমিত্রা মহাজনের দখলে কেন্দ্রটি। তবে সলমন বিরাট ক্রাউড পুলার, কংগ্রেসের হয়ে প্রচার করলে দলের নির্বাচনী ভাগ্য বদলাবে বলে আশা প্রকাশ করেছেন চতুর্বেদী। সলমনের মুখপাত্র অবশ্য এ নিয়ে প্রতিক্রিয়া দিতে রাজি হননি। ২০০৯ এ কংগ্রেসের মেয়র পদপ্রার্থী পঙ্কজ সাংভির হয়ে সলমন প্রচার করেছিলেন। যদিও তাতে লাভ হয়নি কংগ্রেসের। বিজেপি প্রার্থী কৃষ্ণমুরারি মোঘে পরাজিত করেন সাংভিকে।
নির্বাচন 2025 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















