Nisith Pramanik: ‘সব মিথ্যে মামলা, ওঁর ভাইপো শুধু ভাল’, মমতার আক্রমণে জবাব নিশীথের
Mamata Banerjee: বৃহস্পতিবার একই দিনে কোচবিহারে সভা ছিল মমতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
![Nisith Pramanik: ‘সব মিথ্যে মামলা, ওঁর ভাইপো শুধু ভাল’, মমতার আক্রমণে জবাব নিশীথের Nisith Pramanik takes dig at Mamata banerjee after she attacked him at Cooch Behar Lok Sabha Elections 2024 rally Nisith Pramanik: ‘সব মিথ্যে মামলা, ওঁর ভাইপো শুধু ভাল’, মমতার আক্রমণে জবাব নিশীথের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/04/232a5a01da1ff0f56e229a2e6ec607891712238748305338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: নির্বাচনী প্রচারে গিয়ে কড়া ভাষায় তাঁকে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। একই দিনে কোচবিহার থেকে মমতার আক্রমণের জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। মমতা মানুষকে বিভ্রান্ত করছেন বলে দাবি নিশীথের। পাশাপাশি, 'পিসির কাছে ভাইপো'ই একমাত্র ভাল বলেও কটাক্ষ ছুড়ে দিয়েছেন নিশীথ। (Lok Sabha Elections 2024)
বৃহস্পতিবার একই দিনে কোচবিহারে সভা ছিল মমতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। প্রথমে তৃণমূলের প্রার্থী জগদীশচন্দ্র বাসুনিয়ার হয়ে সভা করেন মমতা। সেখান থেকে নিশীথকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। এর পর মোদির সভামঞ্চ থেকে মমতার সেই আক্রমণের জবাব দেন নিশীথ। সেই নিয়ে এই মুহূর্তে সরগরম রাজনীতি।
মমতার উদ্দেশে এদিন নিশীথকে বলতে শোনা যায়, "বড় বড় কথা বলছিলেন উনি। মামলার কথা বলছিলেন। সব মিথ্যে মামলা দিয়েছে। হলফনামায় সেসব জানিয়েছি আমরা। পিসির কাছে ভাইপো একা ভাল। কোচবিহারের প্রত্যন্ত এলাকা থেকে উঠে গিয়ে রাজবংশী পরিবারের একটি ছেলে দিল্লিতে গিয়ে বসবে, মোদিজির হাত শক্ত করবে, এটা পিসিমণির সহ্য হয় না। তাই উল্টোপাল্টা কথা বলে মানুষের মনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন।"
আরও পড়ুন: Mamata Banerjee: ‘তৃণমূলের আপদ আজ বিজেপি-র সম্পদ হয়েছে’, কোচবিহারে নিশীথকে আক্রমণ মমতার
এদিন মাথাভাঙার সভায় নিশীথের বিরুদ্ধে একাধিক মামলার থাকার কথা তুলে ধরেন মমতা। তিনি বলেন, "আপনাদের একজন বাবুর বিরুদ্ধে হাজার হাজার মামলা রয়েছে। আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি। আমাদের দলে ও ছিল আপদ, বিজেপি-র কাছে আজ সম্পদ হয়েছে। আমি শুনেছি, ও কেন্দ্রীয় সরকারের পুলিশের টুপিও নাকি পরে! ভিডিওটা চেয়ে পাঠিয়েছি আমি। চার-পাঁচ গাড়ি পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। কয়েক দিন আগে উদয়ন গুহের গাড়িতে হামলা করেছে।"
নিশীথের উদ্দেশে মমতা আরও বলেন, "বাবু, আমি একটু বলব তোমার নামে কী, কত মামলা রয়েছে? সব নথি আছে আমার কাছে। স্থানীয় নেতাদের দিয়ে দেব। আজ নাকি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী? লজ্জা, লজ্জা, দেশের লজ্জা। দেশের কলঙ্ক। গণতন্ত্র কলঙ্কিত হয়েছে। আপনাদের এখানে আর রাজবংশী লোক ছিল না? তফসিলি, ভাল লোক ছিল না আর?" মমতার এই আক্রমণেরই জবাব দিয়েছেন নিশীথ। তবে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকা নিয়ে এই প্রথম আলোচনা নয়। তাঁকে প্রার্থী করা নিয়েও প্রশ্ন উঠেছে বার বার। অতি সম্প্রতি দিনহাটায় রাজ্যের মন্ত্রী উদয়ন গুহের গাড়িতে হামলা চালানোর অভিযোগও ওঠে নিশীথ এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এদিন মমতাও সেই ঘটনার উল্লেখ করেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)