Mamata Banerjee: ‘তৃণমূলের আপদ আজ বিজেপি-র সম্পদ হয়েছে’, কোচবিহারে নিশীথকে আক্রমণ মমতার
Nisith Pramanik: আসন্ন লোকসভা নির্বাচনের আগে বৃহস্পতিবার সকলের চোখ কোচবিহারের দিকেই।
মাথাভাঙা: কোচবিহারে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে (Nisith Pramanik) তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তৃণমূল থেকে বিজেপি-তে গিয়ে ওঠা নিশীথকে 'আপদ' বলে কটাক্ষ করলেন মমতা। নিশীথ শুধু গুন্ডামি করে বেড়ান, তাঁর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়া গণতন্ত্রের জন্য লজ্জার বিষয় বলেও এদিন মন্তব্য করেন মমতা। (Lok Sabha Elections 2024)
আসন্ন লোকসভা নির্বাচনের আগে বৃহস্পতিবার সকলের চোখ কোচবিহারের দিকেই। দুপুরে নির্বাচনী সভা করলেন মমতা। বিকেলে সভা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। মোদি আসার আগেই এদিন মাথাভাঙায় সভা করেন মমতা। সেখানে দাঁড়িয়ে সরাসরি নিশীথকে আক্রমণ করেন তিনি। নিশীথের সমস্ত কর্মকাণ্ডের ফাইল তাঁর কাছে রয়েছে বলেও জানালেন।
এদিন মমতা বলেন, "আপনাদের একজন বাবুর বিরুদ্ধে হাজার হাজার মামলা রয়েছে। আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি। আমাদের দলে ও ছিল আপদ, বিজেপি-র কাছে আজ সম্পদ হয়েছে। আমি শুনেছি, ও কেন্দ্রীয় সরকারের পুলিশের টুপিও নাকি পরে! ভিডিওটা চেয়ে পাঠিয়েছি আমি। চার-পাঁচ গাড়ি পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। কয়েক দিন আগে উদয়ন গুহের গাড়িতে হামলা করেছে।"
আরও পড়ুন: Mamata Banerjee: ‘আমার মুখটা মনে করে ভোট দেবেন’, কোচবিহার থেকে বার্তা মমতার
নিশীথের উদ্দেশে মমতা আরও বলেন, "বাবু, আমি একটু বলব তোমার নামে কী, কত মামলা রয়েছে? সব নথি আছে আমার কাছে। স্থানীয় নেতাদের দিয়ে দেব। আজ নাকি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী? লজ্জা, লজ্জা, দেশের লজ্জা। দেশের কলঙ্ক। গণতন্ত্র কলঙ্কিত হয়েছে। আপনাদের এখানে আর রাজবংশী লোক ছিল না? তফসিলি, ভাল লোক ছিল না আর? আমাদের প্রার্থী দেখুন, জগদীশচন্দ্র বাসুনিয়া। মাটির মানুষ, কোচবিহারের বেশি। কথা কম বলেন, কাজ করেন। আর ওদের প্রার্থী! অমাবস্যার কালো ছায়ায় ঢেকে গিয়েছে মুখগুলো সব। কুৎসিৎ ভাষা, কুৎসিৎ কথা, কুৎসিৎ চক্রান্ত, কুৎসিৎ অবস্থা।"
বিজেপি যবে থেকে কেন্দ্রে ক্ষমতায় এসেছে, সেদিন থেকে বাংলার সঙ্গে বঞ্চনা হচ্ছে বলে দাবি করেছেন মমতা। তাঁর অভিযোগ, বাংলা থেকে ৬ লক্ষ কোটি টাকা তুলে নিয়ে গিয়েছে কেন্দ্র। কিন্তু বাংলার প্রাপ্য ১ লক্ষ ৭৪ হাজার কোটি টাকা আটকে রাখা হয়েছে। কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে তৃণমূল নেতাদের হেনস্থা করা হচ্ছে, যা গণতন্ত্রের আদর্শ পরিবেশ নয় বলে এদিন মন্তব্য করেন মমতা।