Panchayat Elections 2023: ঠিক উত্তরপ্রদেশে যেমন হয়, ক্ষমতায় এলে পুলিশ দিয়ে এনকাউন্টার, হুঙ্কার বিজেপি বিধায়কের
Gaighata News: বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার নির্বাচনী প্রচারে এই মন্তব্য করেছেন।
সমীরণ পাল, গাইঘাটা: পঞ্চায়েত নির্বাচনের আগে তপ্ত রাজ্য রাজনীতি (Panchayat Elections 2023)। সেই আবহে বিতর্কিত মন্তব্য বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের (Swapan Majumdar)। এখন যাঁরা ভয় দেখিয়ে বেড়াচ্ছেন, বিজেপি (BJP) ক্ষমতায় এলে 'পুলিশ বাবা'কে দিয়ে তাঁদের এনকাউন্টার (Police Encounter) করাবেন বলে হুঙ্কার দিলেন তিনি। তাঁর এই মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এমন কথাবার্তা বিজেপি-কেই শোভা পায় বলে কটাক্ষ করেছে তৃণমূল(TMC)।
বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার নির্বাচনী প্রচারে এই মন্তব্য করেছেন। শনিবার উত্তর ২৪ পরগনার গাইঘাটা ব্লকের ঝাউডাঙা পঞ্চায়েত এলাকার অন্তর্গত আংরাইল বাজারে পথসভা করছিলেন। সেখানেই বক্তৃতা করার সময় এমন হুঁশিয়ারি শোনা যায় তাঁর মুখে। তাঁর বক্তব্য ছিল, "দু'চারটে চুনোপুঁটি, চোর বেআইনি কারবার করে আর তৃণমূলের ঝান্ডা ধরে ফুলেফেঁপে উঠেছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। স্ট্রং রুমেও কেন্দ্রীয় বাহিনী থাকবে। তাই ভয় পাওয়ার কারণ নেই।"
এর পরই ওই বিতর্কিত মন্তব্য করেন স্বপন। বলেন, "এই চোর, গুন্ডারা আপনাদের ভয় দেখানোর চেষ্টা করছে। পাল্টা ভয় দেখিয়ে দিন আপনারা। এই নির্বাচনে আমরা, বিজেপি ক্ষমতায় আসবে। তার পর এরা বাড়িতে ঢোকার সাহস পাবে না। আর যাঁরা ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, পুলিশ বাবাকে দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, পুলিশ বাবাকে দিয়েই এনকাউন্টার করাব।"
আরও পড়ুন: Panchayat Election: আরও ৪৮৫ কোম্পানি বাহিনী চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি রাজীব সিন্হার
স্বপনের দাবি, বাংলা জুড়ে তৃণমূলের হার্মাদরা খুন, ধর্ষণ, রাহাজনি করছে। পঞ্চায়েত স্তরে টাকার বিনিময়ে চলছে দুর্নীতি। স্ইবপন বলেন, "উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের রাজ্যে যেমন এনকাউন্টার হয়েছে, আগামী দিনে আমরাও এখানে করাব। তৃণমূলের নেতারা পুলিশ বাবাদের দিয়ে যে অন্যায় কাজ করছে, আগামী দিনে সেই প্রশাসনকে দিয়েই এনকাউন্টার করাব।"
স্বপনের এই মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সাধারণ সম্পাদক অভিজিৎ বিশ্বাসের কথায়, "হাস্যকর কথা। প্রথমত বনগাঁ গাইঘাটা এলাকায় কোনও সন্ত্রাস হয়নি। হলে বিজেপি মনোনয়ন দিতে পারত না। যেখানে বিজেপি মনোনয়ন দিতে পারেনি, সেখানে সিপিএম-এর সঙ্গে হাত মেলানো আছে। এসব কথা বলা বিজেপি-র সংস্কৃতির মধ্যেই পড়ে। এর আগে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারও নানা উস্কানিমূলক কথা বলেছেন, যাতে পরিবেশকে অশান্ত করা যায়।"
অভিজিতের দাবি, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন । বাংলায় বিজেপি একটি পঞ্চায়েতও পাবে না। তাঁর অভিযোগ, "ওঁর কথাবার্তার মধ্যে দিয়েই প্রকাশ পায়, ওঁর মধ্যে শিষ্টাচারের অভাব রয়েছে। আমি অনুরোধ করব, উস্কানিমূলক কথা না বলে, রাজনীতিটা ঠিক ভাবে করুন।"