Jyotipriya Mallick: ‘ভুল হলে পা ধরে সংশোধন করে নিন’, ভোটের আগে দলীয় কর্মীদের বার্তা জ্যোতিপ্রিয়র
Panchayat Elections 2023: রবিবার হাবরায় দলীয় সদস্যদের নিয়ে বৈঠক করেন জ্যোতিপ্রিয়। পঞ্চায়েত নির্বাচনের রণকৌশল ঠিক করতেই বৈঠকটি ডাকা হয়।
সমীরণ পাল, হাবরা: পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই দফায় দফায় অশান্তি বেধেছে (Panchayat Elections 2023)। মনোনয়নপত্র জমা দেওয়া থেকে স্ক্রুটিনি পর্বেও হিংসা, রক্তপাত দেখা গিয়েছে। সেই আবহে ক্ষমা চাওয়ার পাশাপাশি সংশোধনের বার্তা দিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। ভুল হলে মানুষের কাছে গিয়ে, পা ধরে ক্ষমা চেয়ে নিয়ে ভুল সংশোধন করতে হবে বলে জানালেন তিনি।
রবিবার হাবরায় দলীয় সদস্যদের নিয়ে বৈঠক করেন জ্যোতিপ্রিয়। পঞ্চায়েত নির্বাচনের রণকৌশল ঠিক করতেই বৈঠকটি ডাকা হয়। সেখানে জ্যোতিপ্রিয় বলেন, "ভুল হলে মানুষের কাছে যেতে হবে। ক্ষমা চাইতে হবে পা ধরে। ভুল সংশোধন করতে হবে।" মানুষের মন জয় করতে হলে, ভুলত্রুটির জন্য প্রয়োজনে ক্ষমাও চেয়ে নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
এ বছর পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা হওয়ার পর থেকেই লাগাতার অশান্তি, হিংসা চোখে পড়েছে। বোমাবাজি, গুলি, প্রাণহানির ঘটনাও সামনে এসেছে একাধিক। তার জন্য শাসক দলের দিকেই আঙুল তুলেছেন বিরোধীরা। শাসকদল মনোনয়নে বাধা দেওয়ার পাশাপাশি, মনোনয়ন প্রত্যাহারেও অনেক বিরোধী প্রার্থীকে বাধ্য করেছে বলে দাবি সামনে এসেছে। যদিও এই অভিযোগের মধ্যেও মানুষ তৃণমূলের উপর আস্থা রাখছেন বলে দাবি জ্যোতিপ্রিয়র। পঞ্চায়েত নির্বাচনও সুষ্ঠ ভাবেই সম্পন্ন হবে বলে মত তাঁর।
আরও পড়ুন: Panchayat Election: আরও ৪৮৫ কোম্পানি বাহিনী চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি রাজীব সিন্হার
এদিন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের জয় নিয়েও আত্মবিশ্বাস প্রকাশ করেন জ্যোতিপ্রিয়। জানান, গোটা বাংলায় পঞ্চায়েত নির্বাচনে ৯০ শতাংশ আসন দখল করবে তৃণমূল। উত্তর ২৪ পরগনাও জোড়াফুলের হাতে থাকবে বলে ভবিষ্যদ্বাণী করেন তিনি। দলীয় কর্মীদের নির্বাচনী কৌশল নিয়ে পরামর্শ দেন তিনি। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মাইক্রোস্কোপ দিয়েও বিরোধীদের দেখা যাবে না বলে দাবি করেন।
তবে জ্যোতিপ্রিয় বার্তা দিলেও, এদিনও উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার আকাইপুরে বিজেপি কর্মী এবং তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বাঁচাতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মীর মা। গতকাল ওই গ্রামে যান বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় হামলা, দাবি আক্রান্তের। যদিও বাগদার তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাসের দাবি, "হারবে বুঝে সহানুভূতি আদায়ের জন্য নাটক।"
একই ভাবে, ভোট-সংঘর্ষে ফের উত্তপ্ত মুর্শিদাবাদের রানিনগর। একদিনে তিনবার বোমাবাজি। রানিনগরের মালিবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মিরদাদপুর এলাকায় তৃণমূল ও বাম-কংগ্রেসের সংঘর্ষে দফায় দফায় বোমাবাজি হয়। মাথা ফাটে ৪ তৃণমূল কর্মীর। তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বাম-কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। হামলা-যোগ অস্বীকার করেছে সিপিএম ও কংগ্রেস নেতৃত্ব।