(Source: ECI/ABP News/ABP Majha)
WB Panchayat Election 2023 : ১৪৪ ধারাকে বুড়ো আঙুল দেখিয়ে BDO অফিসের সামনে জমায়েত, মনোনয়ন জমা দিয়েই বিজয় উৎসব TMC-র
Panchayat Election Nomination Filing : মনোনয়নপত্র জমা দেওয়ার তৃতীয় দিনে ১৪৪ ধারা লঙ্ঘন করে, বিডিও অফিসের সামনে জমায়েত করার অভিযোগে বিদ্ধ প্রায় সব দলই
হিন্দোল দে, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সুজিত মণ্ডল, কলকাতা : অশান্তি এড়াতে মনোনয়ন কেন্দ্রের এক কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু, তাকে বুড়ো আঙুল দেখিয়েই বিভিন্ন জায়গায় দেখা গেল বিডিও অফিসের সামনে জমায়েত। আবার, বজবজে মনোনয়ন জমা দিয়েই বিজয় উৎসব সেরে ফেললেন তৃণমূল কর্মীরা।
কোথাও তৃণমূল, কোথাও সিপিএম, কোথাও আবার বিজেপি। মনোনয়নপত্র জমা দেওয়ার তৃতীয় দিনে ১৪৪ ধারা লঙ্ঘন করে, বিডিও অফিসের সামনে জমায়েত করার অভিযোগে বিদ্ধ প্রায় সব দলই। ভাঙড়ের মাটিতে দেখা গেল, বজ্র আঁটুনি ফস্কা গেরো !মনোনয়ন কেন্দ্রের ১ কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। তাতে কী ? সোমবার দলবল নিয়ে, ভাঙড় ২ নম্বর বিডিও অফিসে কার্যত দাপিয়ে বেড়ালেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। দেখেও, দেখল না কেউ !
এছাড়াও, বিডিও অফিসের সামনে রাস্তায় জমায়েত করে থাকতে দেখা যায় তৃণমূলের কর্মী-সমর্থকদের। রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশকে কার্যত উপেক্ষা করে, ভাঙড় ২ নম্বর বিডিও অফিসের ৫০০ মিটারের মধ্যে স্লোগান-যুদ্ধে জড়ালেন তৃণমূল এবং জমি-জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সদস্যরা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কটাক্ষ করে বলেন, 'প্রশাসন যদি মনে করে তৃণমূলের দালালি করব, তাহলে ১ হাজার ৪৪ ধারা জারি করেও কোনও লাভ হবে না।'
অন্যদিকে, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'তৃণমূলের লোকেরাই ১৪৪ মানে না। ১৪৪ হয়তো আমাদের জন্য করেছে। ওরা মারপিট করলে যেন আমরা কিছু করতে না পারি।'
পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ১৪৪ ধারা লঙ্ঘন করে বিডিও অফিসের সামনে মিছিল করে বিজেপি। দেওয়া হয় স্লোগানও। পরে, পুলিশ এসে তাঁদের সরিয়ে দেয়। কল্যাণী বিডিও অফিসের সামনে আবার, ১৪৪ ধারার লঙ্ঘন করে জমায়েত করেন বাম কর্মীরা। লাঠি উঁচিয়ে তাঁদের সরিয়ে দেয় পুলিশ। মনোনয়নপত্র জমা দিয়ে, বজবজ ১ নম্বর বিডিও অফিসের সামনেই বিজয় উল্লাস পালন করলেন তৃণমূলের কর্মীরা। ভোট তো দূরের কথা, মনোনয়নপত্র জমা দেওয়াই শেষ হল না। তার আগেই আবির মেখে, বিজয় উল্লাসে মাতলেন তৃণমূলের কর্মীরা। সব মিলিয়ে, পঞ্চায়েতের মনোনয়ন ঘিরে তরজা দিনে দিনে আরও বাড়ছে।
আরও পড়ুন ; পঞ্চায়েত ভোটের মুখে বড় প্রাপ্তি রাজ্যের, কর বাবদ বকেয়া প্রায় ৯ হাজার কোটি দিল কেন্দ্র