![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
West Bengal Government : পঞ্চায়েত ভোটের মুখে বড় প্রাপ্তি রাজ্যের, কর বাবদ বকেয়া প্রায় ৯ হাজার কোটি দিল কেন্দ্র
Panchayat Election : গত রাজ্য বাজেটে জোর দেওয়া হয়েছিল রাস্তার উন্নয়নে। গ্রামীণ সড়ক উন্নয়নে রাস্তাশ্রী প্রকল্পে ১১ হাজার ৫০০ কিলোমিটার রাস্তার জন্য ৩ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছিল ।
![West Bengal Government : পঞ্চায়েত ভোটের মুখে বড় প্রাপ্তি রাজ্যের, কর বাবদ বকেয়া প্রায় ৯ হাজার কোটি দিল কেন্দ্র West Bengal Government Gets nearly 9 thousand crores from center as tax dues before panchayat Election West Bengal Government : পঞ্চায়েত ভোটের মুখে বড় প্রাপ্তি রাজ্যের, কর বাবদ বকেয়া প্রায় ৯ হাজার কোটি দিল কেন্দ্র](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/13/7830ca9aeb33a2298581de2ee63e162f168659770366152_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
হাওড়া : পঞ্চায়েত ভোটের (Panchayat Election) মুখে রাজ্যকে বকেয়া বরাদ্দর টাকা দিল কেন্দ্র। কেন্দ্রের কাছ থেকে কর বাবদ আদায় টাকার একাংশ পেল রাজ্য। জানা গিয়েছে, বকেয়া হিসেবে ৮ হাজার ৮৯৮ কোটি টাকা পেল রাজ্য সরকার (West Bengal Government) । একশো দিন থেকে শুরু করে একাধিক অন্য প্রকল্প, কেন্দ্র সরকারের কাছ থেকে বকেয়া টাকা না পাওয়ার অভিযোগ বারবার করেছে রাজ্য সরকার।
বিভিন্ন সরকারি অনুষ্ঠান থেকেও যে নিয়ে ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Chief Minister Mamata Banerjee)। তৃণমূলের কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতা-নেত্রীও যা নিয়ে সরব হয়েছেন বারবার। আর যখন রাজ্যের দুয়ারে পঞ্চায়েত নির্বাচন ঠিক তখনই কর বাবদ বকেয়া রাজ্যের বড় অংশের টাকা বরাদ্দ করল কেন্দ্র।
পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখেই চলতি বছরের শুরু থেকেই রাজ্যের বিভিন্ন প্রকল্পে গতি আসার ছবি ধরা পড়েছে। জেলাশাসকদের সঙ্গে বৈঠকে দ্রুত বিভিন্ন উন্নয়নমূলক কাজ দ্রুত শেষ করার বার্তা দিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব। নবান্ন থেকে একাধিকবার জোর দেওয়া হয়েছে গ্রামাঞ্চলের বিভিন্ন প্রকল্পের সুষ্টু রূপায়নে ও বাকি থাকা কাজ দ্রুততার সঙ্গে শেষ করার ব্যাপারে।
গত রাজ্য বাজেটে জোর দেওয়া হয়েছিল রাস্তার উন্নয়নে। গ্রামীণ সড়ক উন্নয়নে রাস্তাশ্রী প্রকল্প (Rastasree Scheme) ঘোষণা করা হয়ে। যেখানে ১১ হাজার ৫০০ কিলোমিটার রাস্তার জন্য ৩ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছিল নতুন রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজে। সেচের জলে কর মকুব থেকে একাধিক উন্নয়নমূলক কাজে বরাদ্দ কমানো হয়। পাশাপাশি মানুষের ক্ষোভ, অভাব, অভিযোগ বুঝতে রাজ্যের শাসকদল ও সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্পও গ্রহণ করা হয়েছিল। যার ফল গ্রাম বাংলার ভোটের ফলাফলে রাজ্যের শাসকদল কতটা পায়, এখন সেটাই দেখার।
আরও পড়ুন- 'কারণ না দেখালে কোনও প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার নয়' নির্দেশ কমিশনের
প্রসঙ্গত, রাজ্যের ঘাড়ে ক্রমশ ভারী হচ্ছে ঋণের বোঝা। বাম জমানার পরে যে পরিমাণ ঋণ নিয়ে সরকার পরিচালনা শুরু করেছিল তৃণমূল সরকার, তা লাফিয়ে বেড়ে আপাতত প্রায় দ্বিগুণ। ঋণের পরিমাণ বাড়ার জন্য রাজ্যের তরফে বারবার দায় চাপানো হয়েছে কেন্দ্রের দিকে। একাধিক বরাদ্দ না মেলার জন্য বারবার দরবারও করা হয়েছে। পাল্টা রাজ্য সরকারের দায়-খয়রাতির জেরেই রাজ্যের ঋণের ভার বাড়ছে বলেই ক্রমাগত আক্রমণ বিরোধীদের।
আরও পড়ুন: শেষপাতে সুস্বাদু ডেজার্ট, আম দিয়ে চটজলদি বাড়িতেই তৈরি আইসক্রিম
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)