Panchayat Election : সিভিকের গায়ে উর্দির জের ? পঞ্চায়েতের ভোটকর্মীদের সচিত্র পরিচয়পত্র দিতে কমিশনকে নির্দেশ আদালতের
Calcutta High Court : এদিকে, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে (Civic Volunteer) কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ভাঙড় থানার (Bhangar Police Station) থেকে এনিয়ে রিপোর্ট তলব করেছে জেলা পুলিশ।
কলকাতা : উত্তপ্ত ভাঙড়ে বুধবার পুলিশের (Police) উর্দি উঠেছিল সিভিকের গায়ে ! এবিপি আনন্দ-র খবরের জেরে নড়েচড়ে বসেছে পুলিশ (Police)। সূত্রের খবর, গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে (Civic Volunteer) কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ভাঙড় থানার (Bhangar Police Station) থেকে এনিয়ে রিপোর্ট তলব করেছে জেলা পুলিশ। এরমাঝেই ঘটনার জেরে পঞ্চায়েত ভোটের প্রাক্কালে বড় সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আদালতের তরফে নির্দেশ, নির্বাচনের কাজে যে সমস্ত সরকারি কর্মচারী যুক্ত থাকবেন, তাঁদের সকলের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে (State Election Commission) ইস্যু করতে হবে সচিত্র পরিচয়পত্র।
কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে আগের এক নির্দেশে বলা হয়েছিল, রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষার কোনও কাজে ব্যবহার করা যাবে না সিভিক ভলান্টিয়ারদের। পাশাপাশি গত ১৩ জুন নির্বাচন কমিশনের জন্য পঞ্চায়েত নির্বাচনের প্রেক্ষিতে সেই নির্দেশ মেনে চলার পাশাপাশি ভোটের কোনও কাজে সিভিকদের ব্যবহার না করাও নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মীদের একান্ত প্রয়োজন ছাড়া ব্যবহার না করারও বার্তা দিয়েছিল আদালত।
প্রসঙ্গত, ২০১৩-র পুনরাবৃত্তি ২০২৩-এ, কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023)। শুধু স্পর্শকাতর এলাকা নয়, গোটা রাজ্যেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাইকোর্টে জোর ধাক্কা খেয়েছে কমিশন-রাজ্য সরকার। শুধু তাই নয়, রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকায় যে আদালত অত্যন্ত ক্ষুব্ধ, সেটাও স্পষ্ট করে দিয়েছে হাইকোর্ট।
কেন্দ্রীয় বাহিনী নিয়োগের খরচ কেন্দ্র বহন করবে বলেই সাফ জানিয়ে, স্পর্শকাতর এলাকা বেছে কেন্দ্রের কাছে আবেদনের বার্তা দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তবে মাঝে ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও কমিশনের তরফে সেরকম এলাকা বেছে নিয়ে কেন্দ্রীয় বাহিনীর জন্য আবেদন তো দূরে থাক, বরং বাহিনী নিয়োগ প্রসঙ্গে আদালতের পর্যবেক্ষণ পুর্নর্বিবেচনার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য ও কমিশন। আর যে পদক্ষেপেই অত্যন্ত ক্ষুব্ধ হয় আদালত। প্রয়োজনে গোটা রাজ্যের পঞ্চায়েত নির্বাচনেই কেন্দ্রীয় বাহিনী নিয়োগের হুঁশিয়ারি দেওয়ার পর সেই নির্দেশই দিল আদালত।
আরও পড়ুন- গরম কবে যাবে ? বৃষ্টি কবে হবে ? শেষমেশ স্বস্তির দিনক্ষণ জানাল আবহাওয়া দফতর