Panchayat Election : পতাকা উঁচিয়ে আক্রমণকারীদের দিকে তাড়া, আক্রমণের মুখে পড়েও পাল্টা প্রতিরোধ গড়ে তুলল সিপিএম
CPM : মহম্মদ সেলিম থেকে সুজন চক্রবর্তীর মতো সিপিএম নেতারাও সোশাল মিডিয়ায় বুঝিয়ে দিয়েছেন, 'আঠেরো আর তেইশ এক নয়'।
কমলকৃষ্ণ দে, রুমা পাল ও সুদীপ চক্রবর্তী, পূর্ব বর্ধমান ও কলকাতা : পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) মনোনয়ন পর্বে বিভিন্ন জায়গা থেকে যেমন অশান্তির ছবি সামনে আসছে, তেমন তৈরি হচ্ছে প্রতিরোধও। সোমবার কাকদ্বীপ থেকে বড়শুলে আক্রমণের মুখে পড়েও, পাল্টা প্রতিরোধ গড়ে তুলল সিপিএম (CPM)। মহম্মদ সেলিম থেকে সুজন চক্রবর্তীর মতো সিপিএম নেতারাও সোশাল মিডিয়ায় বুঝিয়ে দিয়েছেন, 'আঠেরো আর তেইশ এক নয়+'।
পঞ্চায়েতের মনোনয়ন পর্বে টানা অশান্তির ছবি দেখে অনেকেই বলছেন, এ তো আঠেরোর অ্য়াকশন রিপ্লে ! কিন্তু, এর মধ্য়ে ব্য়তিক্রমও আছে। আঠেরোর উল্টো পথে হেঁটে, অনেক জায়গাতেই এবার গড়ে উঠছে প্রতিরোধের মজবুত দেওয়াল। সোমবার মনোনয়নের তৃতীয় দিনে, সিপিএমের সেই পাল্টা প্রতিরোধের ছবি দেখা গেল তিন জায়গায়। বড়শুল, কাকদ্বীপ ও রানিনগরে।
পূর্ব বর্ধমানের বড়শুলে মনোনয়ন দিতে আসা সিপিএম প্রার্থীদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সিপিএমের গাড়ি লক্ষ্য় করে ইট-পাটকেল ছোড়া হয়। কিন্তু পিছু না হঠে পাল্টা, আক্রমণের পথে হাঁটে সিপিএমও। পতাকা উঁচিয়ে আক্রমণকারীদের উদ্দেশে তেড়ে যান সিপিএম কর্মীরা। মঙ্গলবার আরও বড় জমায়েত করে মনোনয়ন দিতে আসার চ্য়ালেঞ্জও ছুড়েছেন তাঁরা।
দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে গিয়ে, এদিন বাধার মুখে পড়তে হয় বিজেপি-কংগ্রেসকে। কিন্তু লাঠি হাতে প্রতিরোধ গড়ে, বিডিও অফিসে গিয়ে মনোনয়ন জমা দেন সিপিএমের প্রার্থীরা। মুর্শিদাবাদের রানিনগরেও মার খেয়ে, পাল্টা দেয় সিপিএম। আর এগুলো বিচ্ছিন্ন কয়েকটা জায়গার ঘটনা নয়, দলগত কৌশল, সেটা সিপিএম শীর্ষনেতৃত্বের বার্তায় পরিষ্কার।
পতাকা এবং বাঁশের এই ছবি পোস্ট করে, সিপিএমের রাজ্য় সম্পাদক মহম্মদ সেলিম ইঙ্গিতপূর্ণ ফেসবুকে পোস্টে লিখেছেন, প্রস্তুতি। ২০১৮ আর ২০২৩ কিন্তু এক নয়। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য় সুজন চক্রবর্তীও ফেসবুকে লিখেছেন, ২০১৮ নয়, এটা ২০২৩। মনে রাখে যেন শাসকের দালালরা।
আরও পড়ুন- দিলীপ ঘোষকে 'চোর চোর' স্লোগান, তৃণমূলের দিকে অভিযোগ
এদিকে, কলকাতা হাইকোর্ট প্রাথমিক প্রস্তাব দেয় ১৫ই জুন মনোনয়ন পেশের দিন শুরু, ২১শে জুন মনোনয়নের শেষ দিন, ২৩শে জুন ক্রুটিনি, ২৬ শে জুন মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন এবং ১৪ জুলাই নির্বাচন করা হোক।
আরও পড়ুন: শেষপাতে সুস্বাদু ডেজার্ট, আম দিয়ে চটজলদি বাড়িতেই তৈরি আইসক্রিম