Panchayat Election: ভোটের দিন বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের! দেখে নিন সেই স্পেশাল ট্রেনের তালিকা
Eastern Railway: পঞ্চায়েত নির্বাচন যেহেতু গ্রামকেন্দ্রিক, তাই প্রত্যন্ত অঞ্চলে যেতে হয় ভোট কর্মীদের। কীভাবে ফিরবেন, তা নিয়ে চিন্তা থেকেই যায়।
কলকাতা: হিংসা, হানাহানির দাপটে পঞ্চায়েত ভোটের বাংলা এমনিতেই যেন কুরুক্ষেত্র! আর সেই যুযুধান রাজনীতি (Politics) কোথাও কোথাও আবার গৃহযুদ্ধের চেহারা নিয়েছে। এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) ভোটকর্মীদের জন্য নির্দিষ্ট ট্রেনের ব্যস্থা করল পূর্ব রেল (Eastern Railway)। যাতে ভোটের কাজ শেষ করেও ভোটকর্মীরা ঠিকমতো বাড়ি ফিরতে পারেন।
পঞ্চায়েত নির্বাচন যেহেতু গ্রামকেন্দ্রিক, তাই প্রত্যন্ত অঞ্চলে যেতে হয় ভোট কর্মীদের। কীভাবে ফিরবেন, তা নিয়ে চিন্তা থেকেই যায়। দক্ষিণ ২৪ পরগনা জেলার পঞ্চায়েতের নির্বাচনী অফিসার ও জেলাশাসকের অনুরোধে এই বিশেষ ট্রেন চালানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইস্টার্ন রেলের শিয়ালদহ ডিভিশন জানাচ্ছে যে শনিবার ও রবিবার, অর্থাৎ ৮ ও ৯ জুলাই চালানো হবে এই তিনটি ট্রেন। ডায়মন্ড হারবার, ক্যানিং ও নামখানা থেকে বেশি রাতে শিয়ালদহে পৌঁছাবে এই তিনটি ট্রেন। থামবে সব স্টেশন এবং হল্টে। ডায়মন্ড হারবার থেকে ট্রেন ছাড়বে রাত ১টায়, শিয়ালদহে পৌঁছাবে রাত ২টো ২৭ মিনিটে। ক্যানিং থেকে ট্রেন ছাড়বে রাত ১ টায়, শিয়ালদহে পৌঁছাবে রাত ২টো ৫ মিনিটে। নামখানা থেকে ট্রেন ছাড়বে রাত ১১টা ৪৫ মিনিটে। শিয়ালদহে পৌঁছাবে রাত ২টো ২০ মিনিটে।
ELECTION SPECIAL EMU TRAINS pic.twitter.com/LbARWbsRDl
— Eastern Railway (@EasternRailway) July 5, 2023
অনেক সময়ই দেখা যায়, শিয়ালদা দক্ষিণ শাখায় থাকা একটি স্টেশন থেকে ভোটকেন্দ্র অনেকটা ভেতরে হয়। ভোট শেষ করে বাড়ি ফিরতে মহা সমস্যায় পড়ে যান ভোটকর্মীরা। তবে এবার তাদের জন্য সুখবর। গভীর রাতে ভোটের কাজ শেষ হলেও নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারবেন ভোটকর্মীরা।
আরও পড়ুন, একাধিকের সঙ্গে সম্পর্ক, মেনে নিতে পারে না সঙ্গিনীরাও! রেগে ডিভোর্স করে পাখিরাও