Panchayat Poll 2023: ব্যালটের ১ ভোটে জয়ী BJP প্রার্থী, প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ TMC-র
TMC Attacks BJP on Winning Issue: প্রশাসনিক অপদার্থতাকে দায়ি করে তৃণমূল সরকারকে নিশানা করেছে বিজেপি। এভাবে জয়ী ঘোষণা করা অগণতান্ত্রিক, মন্তব্য তৃণমূলের। ঠিক কী ঘটেছে নদিয়ায় ?
সুজিত মণ্ডল, নদিয়া: পোস্টাল ব্যালটের একটিমাত্র ভোটে জয়ী হলেন বিজেপি প্রার্থী (BJP Canditate)। পরাজিত তৃণমূল প্রার্থীর অভিযোগ প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। প্রশাসনিক অপদার্থতাকে দায়ি করে তৃণমূল সরকারকে নিশানা করেছে বিজেপি। এভাবে জয়ী ঘোষণা করা অগণতান্ত্রিক, মন্তব্য তৃণমূলের। নদিয়ার শান্তিপুরের ঘটনা (Nadia)।
১ পোস্টালেই ফুটল পদ্ম
পোস্টাল ব্যালটের একটিমাত্র ভোট বৈধ। সবেধন নীলমণি সেই ভোটেই তৃণমূল প্রার্থী জা-কে হারিয়ে বাজিমাত করেছেন বিজেপি প্রার্থী। নদিয়ার শান্তিপুর ব্লকের বাঘআঁচড়া গ্রাম পঞ্চায়েতের ভোটে দুই জায়ের জয়-পরাজয় ঘিরে শুরু হয়েছে টানাপোড়েন। ১১ জুলাই ফুলিয়া বালিকা বিদ্যালয়ে কুতুবপুর গ্রামের ৩০ নম্বর বুথের ভোট গণনা চলছিল। এই বুথে বিজেপি প্রার্থী প্রতীকা বর্মনের লড়াই ছিল তাঁর জা, তৃণমূল প্রার্থী রত্না বর্মনের। পোস্টাল ব্যালট সহ ৭৯০টি ভোট পড়ে। এর মধ্যে ব্যালটে প্রিসাইডিং অফিসারের সই না থাকায় ৭৮৯টি ভোটই বাতিল হয়। একটিমাত্র পোস্টাল ব্যালটের ভোটে বিজেপি প্রার্থীকে জয়ী ঘোষণা করেন বিডিও।
'প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক'
অপরদিকে, পরাজিত তৃণমূল প্রার্থী বলেছেন, এই দায় সরকার নিক।প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।মানুষের অধিকার বাদ দিয়ে দিল।বাঘআঁচড়া গ্রাম পঞ্চায়েতে মোট আসন ১৮টি। এর মধ্যে বিজেপি ১২টি আসন দখল করে। নির্দল ৩, তৃণমূল ২টি এবং সিপিএম ১টি আসনে জয়ী হয়। ব্যালট পেপারে সই-বিভ্রাটের জন্য প্রিসাইডিং অফিসারকে দায়ি করেছে বিজেপি।
এক ভোটে হার মানতে নারাজ তৃণমূল প্রার্থী
এক ভোটে হার মানতে নারাজ তৃণমূল প্রার্থী। পরাজিত তৃণমূল প্রার্থী বলেছেন, 'এই দায় সরকার নিক। প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।মানুষের অধিকার বাদ দিয়ে দিল।' বাঘআঁচড়া গ্রাম পঞ্চায়েতে মোট আসন ১৮টি। এর মধ্যে বিজেপি ১২টি আসন দখল করে। নির্দল ৩, তৃণমূল ২টি এবং সিপিএম ১টি আসনে জয়ী হয়। ব্যালট পেপারে সই-বিভ্রাটের জন্য প্রিসাইডিং অফিসারকে দায়ী করেছে বিজেপি। ফুলিয়া বিজেপি মণ্ডল সভাপতি এনিয়ে মুখ খুলেছেন। প্রিসাইডিং অফিসারের অপদার্থতার কারণে ব্যালট বাতিল হয়েছে। সঠিকভাবে সই হলে বিজেপি ৭০ শতাংশ ভোট পেয়ে জয়ী হত, দাবি তাঁর।
আরও পড়ুন, BJP-র টিকিটে জয়ী, শংসাপত্র TMC-র নামে ? শোরগোল সোনারপুরে
প্রসঙ্গত, জেলায় জেলায় পঞ্চায়েত ভোটের পর একের পর এক অভিযোগ উঠে এসেছে গত কয়েকদিনে। মূলত গণনার পর একের পর এক কেন্দ্র ঘিরে একাধিক নজিরবিহীন অভিযোগ। সেই তালিকায় এবার নাম উঠল নদিয়ারও।