Panchayat Election Result: 'এইভাবে জিততে চাইনি আমি', কেঁদে ফেলেন তৃণমূল প্রার্থী রেশমী
TMC Candidate Getting Emotional: ISF প্রার্থীর কাউন্টিং এজেন্টকে ঢুকতে না দেওয়ার অভিযোগ। বিরোধী দলের এজেন্টকে নিয়ে তিনি কাউন্টিং সেন্টারের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন খোদ তৃণমূল প্রার্থী।
উত্তর ২৪ পরগনা: অশোকনগর বয়েজ স্কুলে (Ashoknagar) হাবড়া দু নম্বর ব্লকের বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা চলছিল। ৫৬ নম্বর বুথে মূল লড়াই চলছিল তৃণমূল প্রার্থী রেশমী মণ্ডল ঘোষের সঙ্গে ISF প্রার্থী হালিমা বিবি-র। কিন্তু প্রথম থেকেই ISF প্রার্থীর কাউন্টিং এজেন্টকে ঢুকতে না দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। কান্নায় ভেঙে পড়েন ISF প্রার্থীর এজেন্ট। তখনই সেখানে আসেন তৃণমূল প্রার্থী, একেবারে প্রথমবার ভোটে দাঁড়ানো, নতুন প্রজন্মের ২৪ বছরের রেশমী।
বিরোধী দলের এজেন্টকে নিয়ে তিনি কাউন্টিং সেন্টারের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু অত্যন্ত সৎভাবে চেষ্টা করলেও, তিনি পারেননি। শেষে বাইরে বেরিয়ে এসে কেঁদে ফেলেন রেশমী। বলে ওঠেন, 'এইভাবে জিততে চাইনি আমি।' রাজ্যের জেলায় জেলায় সবুজ ঝড়। ইতিমধ্যেই তা নিয়ে, বাংলার মা-মাটি মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছেন, 'গ্রাম বাংলায় পুনরায় বিকশিত জোড়াফুল..।' তবে এই সবুজ ঝড়ের মাঝেই নিয়ম ভঙ্গের গুরুতর অভিযোগ তুলেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এমনকি দলের অন্দরে থেকেই ক্ষোভ প্রকাশ করেছেন, ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী।
পঞ্চায়েত ভোটেও তৃণমূলেরই জয়জয়কার। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, তিন স্তরেই বিরোধীদের অনেক পিছনে ফেলে, জয়ের পতাকা ওড়াল শাসক দল। তবে ভোট গণনার দিনেও সন্ত্রাসের প্রসঙ্গ টেনে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। বেলাশেষে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই সবুজ ঝড়কে আমল দিতে অরাজি। শুভেন্দু স্পষ্ট করেছেন, 'কেন্দ্রীয় নেতারা এটা নিয়ে ভাবিত নন, কারণ এটা জনমত নয় সবাই জানেন।'
আরও পড়ুন, '..এটা জনমত নয় সবাই জানেন', মন্তব্য শুভেন্দুর
অপরদিকে, এদিন শাসকদলের হয়েও দলের বিরুদ্ধে বিস্ফোরক ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী (Abdul Karim Chowdhury)। তিনি বলেন 'এরকম রক্তাক্ত করে জিতে কী হবে। জেতার জন্য খুন, লুঠ, পুলিশকে ব্যবহার করা যায় না।' পঞ্চায়েত ভোটের গণনায় (Panchayat Election Counting) নিয়মভঙ্গের অভিযোগ তুলে সরব সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammad Salim)। গোটা বাংলায় যখন সবুজ ঝড়, ঠিক তখন গণনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। আদৌ কি বামদের পক্ষে দেওয়া ব্যালট পেপারগুলি, গণনার টেবিল পর্যন্ত পৌঁছতে পেরেছে ? নাকি সেগুলি রাস্তায় লুটোপুটি খাচ্ছে ? এমন কি গোটা প্রক্রিয়া নিয়ে আলোকপাত করলেন মহম্মদ সেলিম।