(Source: ECI/ABP News/ABP Majha)
Panchayat Election :'এমন কোনও তথ্য পাইনি' পদত্যাগের সম্ভাবনা উড়িয়ে প্রতিক্রিয়া রাজীব সিন্হার
State Election Commission : রাজীব সিন্হার জয়েনিং রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
রুমা পাল ও আশাবুল হোসেন, কলকাতা : রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) কমিশনার হিসেবে রাজীব সিন্হার জয়েনিং রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। রাজ্যপালের প্রত্যাখ্যানের পর কি আর বৈধ রইল কমিশনারের নিয়োগ ? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। বিরোধীরা দাবি তুলেছেন, রাজ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের। যদিও পদত্যাগ তিনি করছেন না বলেই সাফ জানিয়ে দিলেন রাজ্য নির্বাচন কমিশনার। পাশাপাশি রাজ্যপালের 'প্রত্যাখ্যানের' কোনও তথ্য তিনি পাননি বলেও জানান রাজ্য নির্বাচন কমিশনার।
বৃহস্পতিবার কমিশনের অফিসে ঢোকার সময় তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি ইস্তফা দিচ্ছেন কি না, যে প্রশ্নের উত্তরে রাজীব সিনহার উত্তর, 'রাজ্যপাল জয়েনিং রিপোর্ট গ্রহণ করেননি, এমন কোনও তথ্য আমি পাইনি।' পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) কেন্দ্রীয় বাহিনী ইস্যুতে কমিশনের পরবর্তী পদক্ষেপ নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে অবশ্য কোনও উত্তর দেননি রাজ্য নির্বাচন কমিশনের কমিশনার।
পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বের মাঝে বেলাগাম সন্ত্রাসের ছবি দেখা গিয়েছে রাজ্যজুড়ে। যার প্রেক্ষিতেই আলোচনার জন্য শনিবার রাজভবনে ডেকে পাঠানো হয়েছিল কমিশনারকে। ব্যস্ত থাকার কারণ দেখিয়ে শনিবার রাজভবনে যাননি রাজীব সিন্হা। আর বুধবার হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশনার তীব্র ভর্ৎসনার মুখে পড়ার পরই রাতের দিকে জানা যায়, রাজ্য নির্বাচন কমিশনারেরই জয়েনিং রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন রাজ্যপাল। প্রসঙ্গত, নবান্ন-র সঙ্গে প্রাথমিকভাবেই কমিশনার নিয়োগ ঘিরে সংঘাত তৈরি হয়েছিল রাজ্যপালের। শেষপর্যন্ত অবশ্য তিনি নবান্ন-র পাঠানো রাজীব সিনহার নামেই সিলমোহর দিয়েছিলেন। তবে পরে তিনি জয়েনিং রিপোর্ট গ্রহণে প্রত্যাখ্যান করার পরই প্রশ্ন উঠে যায়, তাহলে কি আর বৈধ থাকছে এই নিয়োগ ? আর পদে থাকতে পারবেন রাজ্য নির্বাচন কমিশনার ? পাশাপাশি গোটা পরিস্থিতির মাঝে পঞ্চায়েত ভোট নিয়েও তৈরি হয়েছিল নতুন ধন্দের পরিস্থিতি।
যদিও পদত্যাগ যে তিনি করছেন না, সেটাই বৃহস্পতিবার কার্যত বুঝিয়ে দিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। প্রসঙ্গত, গতকালই কমিশনারকে চূড়ান্ত ভর্ৎসনা করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিমন্তব্য করেছিলেন 'কোর্টের নির্দেশ কার্যকর করতে না পারলে পদ ছেড়ে দিন কমিশনার, না পারলে পদ ছাড়ুন, নতুন কমিশনার নিয়োগ করবেন রাজ্যপাল'। উল্লেখ্য, গত ৭ জুন দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই পঞ্চায়েত ভোট ঘোষণা করেছিলেন রাজীব সিন্হা।
আরও পড়ুন- শীর্ষে বীরভূম, রাজ্যে কোন জেলায় কত আসনে জয় এল বিনা প্রতিদ্বন্দ্বিতায় ?